‘অপারেশন সিঁদুর’-এর পক্ষে ফেসবুকে একটি সাধারণ পোস্ট করেছিলেন এক গৃহবধূ। কিন্তু তার পরিণাম যে এতটা ভয়ঙ্কর হতে পারে, তা হয়তো তিনি কল্পনাও করেননি। ওই পোস্ট ঘিরেই শুরু হয় তীব্র হুমকি। এক যুবক তাঁকে ধর্ষণের হুমকি দিতে শুরু করে। পরিস্থিতি এতটাই গুরুতর হয়ে ওঠে যে, অবশেষে গৃহবধূ থানার দ্বারস্থ হন। লিখিত অভিযোগ দায়ের করেন অভিযুক্ত যুবকের বিরুদ্ধে।
সোশ্যাল মিডিয়ায় পোস্ট ঘিরেই তৈরি হলো আতঙ্ক
সূত্রের খবর, ওই গৃহবধূ ‘অপারেশন সিঁদুর’ সংক্রান্ত একটি পোস্ট করেন নিজের প্রোফাইলে। পোস্টটি ভাইরাল হওয়ার পরই এক তরুণ ওই পোস্টের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করতে শুরু করে এবং তারপর বিষয়টি গড়ায় ধর্ষণের হুমকিতে। পোস্ট ঘিরে পরিবারের সদস্যরাও আতঙ্কে ছিলেন বলে জানা গেছে। ঘটনার প্রেক্ষিতে অভিযোগ দায়ের করলে পুলিশ সক্রিয় হয়।
পুলিশি তদন্তে বড় সাফল্য, ধৃত যুবক ওড়িশা থেকে
অভিযোগ পাওয়ার পর তদন্তে নামে পুলিশ। প্রযুক্তির সাহায্যে অভিযুক্তের অবস্থান চিহ্নিত করে তাঁকে ওড়িশা থেকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তাঁকে আদালতে পেশ করা হয়েছে এবং পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ওই যুবকের মোবাইল ফোনও বাজেয়াপ্ত করা হয়েছে এবং ফরেনসিক পরীক্ষা করানো হবে।
সোশ্যাল মিডিয়ায় নারীদের সুরক্ষা নিয়ে প্রশ্ন
এই ঘটনা ফের একবার সোশ্যাল মিডিয়ায় মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিল। শুধুমাত্র মত প্রকাশ করার ‘অপরাধে’ একজন গৃহবধূকে ধর্ষণের হুমকি পেতে হচ্ছে—এটা কতটা সভ্য সমাজের পরিচায়ক?
পুলিশ প্রশাসন জানিয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে এবং ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রুখতে নজরদারি আরও জোরদার করা হবে।