ভারত-পাকিস্তান উত্তেজনার মাঝেই শুক্রবার পাকিস্তান সরকার ভারতকে সরাসরি দায়ী করল দুই দেশের মধ্যে সম্ভাব্য “বড় ধরনের সংঘাত” তৈরি করার জন্য। ইসলামাবাদ থেকে এক কড়া বিবৃতিতে জানানো হয়েছে, তিন দিনের টানা ক্ষেপণাস্ত্র, গোলাবারুদ ও ড্রোন হামলায় মৃতের সংখ্যা ইতিমধ্যেই পঞ্চাশ ছাড়িয়েছে।
ক্রমবর্ধমান সহিংসতা ঘিরে উদ্বেগ
পাকিস্তানের মতে, সীমান্তে ভারতীয় সেনার লাগাতার হামলা একেবারে অনভিপ্রেত এবং এই ধরনের পদক্ষেপ দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে পরিস্থিতিকে আরো উত্তপ্ত করে তুলছে। যদিও ভারত এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে।
বিশ্বমঞ্চে আতঙ্ক
এই পরিস্থিতিতে আন্তর্জাতিক মহলেও উদ্বেগ বাড়ছে। দক্ষিণ এশিয়ার এই দুই প্রতিদ্বন্দ্বী দেশের মধ্যে উত্তেজনা যদি আরও বাড়ে, তাহলে তা গোটা অঞ্চলের নিরাপত্তার পক্ষেই হুমকি হয়ে উঠবে বলে আশঙ্কা করছেন কূটনৈতিক মহল।
#UPDATE Pakistan charged India on Friday with bringing the nuclear-armed neighbours “closer to a major conflict”, as the death toll from three days of missile, artillery and drone attacks passed 50 ➡️ https://t.co/XMk6K2NYeR pic.twitter.com/dOC29w4wYe
— AFP News Agency (@AFP) May 9, 2025