দেশের নিরাপত্তা ব্যবস্থাকে ঘিরে নতুন করে উদ্বেগ। পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে হরিয়ানার নুহ্ জেলা থেকে গ্রেফতার করা হলো এক যুবককে। ধৃতের নাম আরমান। গোয়েন্দাদের দাবি, সে ভারতের গুরুত্বপূর্ণ গোপন তথ্য হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাকিস্তানে পাচার করছিল।
হোয়াটসঅ্যাপে সেনা তথ্য পাঠানোর অভিযোগ
পুলিশ সূত্রে খবর, আরমান দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী সেনা ছাউনি ও সামরিক চলাচলের ছবি, তথ্য ও গতিবিধি মোবাইলে রেকর্ড করে হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাকিস্তানের এক নম্বরে পাঠাচ্ছিল। শুধু তাই নয়, বেশ কিছু স্পর্শকাতর তথ্য দেশের শত্রুপক্ষের হাতে পৌঁছে দেওয়ার প্রমাণ মিলেছে বলেও দাবি গোয়েন্দাদের।
পহেলগাঁও হামলার পরই নজরে আসে আরমান
সম্প্রতি জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলার ঘটনার পর গোয়েন্দা দফতর দেশজুড়ে নজরদারি বাড়ায়। তখনই নজরে আসে নুহ্-র বাসিন্দা আরমানের গতিবিধি। বিভিন্ন গোপন উৎস থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, সে দেশের সেনা সংক্রান্ত একাধিক স্পর্শকাতর তথ্য পাচার করছে।
মোবাইলের ফরেনসিক পরীক্ষা চলছে
ধৃতের মোবাইল, সিম কার্ড এবং অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস বাজেয়াপ্ত করেছে পুলিশ। সেগুলির ফরেনসিক পরীক্ষা শুরু হয়েছে। তদন্তকারীরা মনে করছেন, এই যুবক একা নয়, এর পেছনে বড় কোনও চক্র থাকতে পারে। আর কারা এই নেটওয়ার্কে জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।
আরও গ্রেফতারির আশঙ্কা
আরমানকে জেরা করে ইতিমধ্যেই বেশ কিছু তথ্য হাতে এসেছে পুলিশের। সেই সূত্র ধরে আরও কয়েকজনকে নজরে রাখা হয়েছে। সূত্রের দাবি, এই চক্র রাজ্যের বাইরেও বিস্তৃত, এবং ভবিষ্যতে আরও চাঞ্চল্যকর তথ্য সামনে আসতে পারে।