হরিয়ানার জনপ্রিয় ইউটিউবার জ্যোতি মালহোত্রাকে সম্প্রতি গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযোগ, তিনি পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই-এর সঙ্গে যোগাযোগ রেখে ভারতের গোপন তথ্য পাঠাতেন।
তিনবার পাকিস্তান সফর, ভিডিও নিজেই শেয়ার করেছিলেন
হরিয়ানা পুলিশের তথ্য অনুযায়ী, জ্যোতি মালহোত্রা অন্তত তিনবার পাকিস্তান সফরে গিয়েছেন। চলতি বছরের মার্চ মাসে তাঁর সেই ভ্রমণের ভিডিওও শেয়ার করা হয় তাঁর সোশ্যাল মিডিয়া প্রোফাইলে। সেই সফরের সূত্রেই পাক হাই কমিশনের এক কর্মীর সঙ্গে তাঁর পরিচয় হয়।
আলাপ থেকে শুরু বিশ্বাসঘাতকতা
২০২৩ সালে পাকিস্তানে গিয়ে জ্যোতির পরিচয় হয় এহসান-উর-রহিম ওরফে দানিশ নামে এক পাক দূতাবাস কর্মীর সঙ্গে। সেখান থেকেই তাঁর যোগাযোগ তৈরি হয় আইএসআই-এর সঙ্গে। তদন্তে জানা গেছে, হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের মাধ্যমে তিনি গোপন তথ্য পাঠাতেন পাকিস্তানি এজেন্টদের। বিনিময়ে আসত মোটা টাকা।
আরও পাঁচজন গ্রেপ্তার, চলছে তল্লাশি
এই মামলায় শুধু জ্যোতি নন, হরিয়ানার আরও পাঁচজনকে বিভিন্ন জায়গা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। কৈথাল, পানিপথ, নুহ ও চিকা গ্রাম থেকে ধরা হয়েছে তাদের। পুলিশ জানিয়েছে, ধৃতদের ফোন ও অন্যান্য ডিভাইস পরীক্ষা করে দেখা হচ্ছে, কী ধরনের তথ্য লেনদেন হয়েছে এবং তারা আর কার কার সঙ্গে যোগাযোগ রাখতেন।
উল্লেখ্য, জনপ্রিয় ইউটিউবারের এমন বিশ্বাসঘাতকতার খবর শুনে হতবাক দেশবাসী। সোশ্যাল মিডিয়ায় আলো ছড়ানো এক চেনা মুখ কীভাবে দেশের গোপন তথ্য পাকিস্তানে পাচার করলেন, সেই প্রশ্নে শোরগোল চারপাশে। তদন্তে সামনে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য, যা দেশকে আরও সতর্ক করে তুলছে।