ভারত-পাকিস্তানের মধ্যে ক্রমশ বাড়তে থাকা উত্তেজনার আবহেই কর্ণাটকের কারওয়ার বন্দরে তৈরি হল এক চরম সতর্ক পরিস্থিতি। ইরাক থেকে আসা একটি বাণিজ্যিক কার্গো জাহাজে থাকা পাকিস্তানি ও সিরিয়ান নাগরিকদের ভারতে প্রবেশ করতে দেওয়া হল না। সেই সঙ্গে তাদের মোবাইল ফোন বাজেয়াপ্ত করে দিলেন ক্যাপ্টেন।
কারওয়ার বন্দরে পৌঁছায় ইরাকি জাহাজ
১২ মে কর্ণাটকের কারওয়ার বন্দরে ভিড়ে ইরাক থেকে বিটুমিন নিয়ে আসা এক কার্গো জাহাজ — MT R Ocean। জাহাজটিতে ছিলেন মোট ১৭ জন: ১৪ জন ভারতীয় নাবিক, ২ জন সিরিয়ান নাগরিক এবং ১ জন পাকিস্তানি। জাহাজের ক্যাপ্টেনও একজন ভারতীয়। অন্যদের নিয়ে সমস্যা না হলেও বর্তমানে ভারত ও পাকিস্তানের পরিস্থিতি বিবেচনা করে পাক ও সিরিয়ান নাগরিকদের নিয়ে শুরু হয় বাড়তি সতর্কতা।
মোবাইল বাজেয়াপ্ত, নামতে মানা
কারওয়ার উপকূল সুরক্ষা পুলিশের ইনস্পেক্টর নিশ্চল কুমার জাহাজে নির্দেশ পাঠান যে, পাকিস্তানি ও সিরিয়ান নাগরিকদের যেন জাহাজ থেকে নামতে না দেওয়া হয়। সেই অনুযায়ী, জাহাজের ক্যাপ্টেন ওই তিন বিদেশির মোবাইল ফোন বাজেয়াপ্ত করেন। এর মাধ্যমে নিশ্চিত করা হয়, তারা কোনওভাবে জাহাজে বসে ভারতের মাটিতে যোগাযোগ করতে না পারেন। উপকূলরক্ষী বাহিনী ও পুলিশ সূত্রে জানা যায়, সাম্প্রতিক ভারত-পাকিস্তান সংঘাতের আবহেই এমন কড়া পদক্ষেপ।
মাল খালাসের পরেই ফের রওনা ইরাকের পথে
কার্গো জাহাজটি বন্দরে বিটুমিন খালাস করেই পুনরায় রওনা দেয় ইরাকের দিকে। কারওয়ার বন্দরের এক আধিকারিক জানিয়েছেন, “সতর্কতা ছিল সর্বোচ্চ স্তরে। কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি, তবে পরিস্থিতি মাথায় রেখে আগেভাগেই প্রস্তুতি নেওয়া হয়।”
ভারতের কড়া বার্তা
এই ঘটনার মাধ্যমে এই বিষয়টি স্পষ্ট যে, বর্তমান পরিস্থিতিতে ভারত কোনও ঝুঁকি নিতে নারাজ। বিশেষ করে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক যেভাবে দ্রুত অবনতি হচ্ছে, তাতে দেশের নিরাপত্তা নিয়ে কোনওরকম ছাড় দিচ্ছে না কেন্দ্র।
Karnataka: Indian Coast Guard (ICG) and the Coastal Security Police (CSP) say, “A Pakistani citizen who arrived at Karnataka’s Karwar Port aboard the cargo vessel MT R Ocean was denied entry into India by port authorities. The ship, which was carrying bitumen from Iraq, docked on… pic.twitter.com/3jOvSoKdYg
— ANI (@ANI) May 16, 2025