TRENDS
হঠাৎ বৃষ্টিতে ভিজে গেল ল্যাপটপ? কী করবেন এখনই জেনে নিন
সাধ্যের মধ্যে সাশ্রয়ী বাইক খুজছেন! রইল ১ লাখের কমে সেরা কিছু সন্ধান

টিফিন বক্সে লুকোনো মৃত্যু! জম্মু কাশ্মীরে সেনার বড় সাফল্য

জম্মু ও কাশ্মীরের পুঞ্চে জঙ্গিদের ঘাঁটি থেকে উদ্ধার হল স্টিলের টিফিন বক্সে রাখা একাধিক IED। সেনাবাহিনীর সফল অভিযানে নাশকতার ছক বানচাল।

Debapriya Nandi Sarkar

জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলায় সেনাবাহিনীর তৎপরতায় বড়সড় নাশকতার ছক নস্যাৎ করা গেল। সীমান্তবর্তী এলাকায় একটি জঙ্গি ঘাঁটি থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক—‌ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (IED)—উদ্ধার করেছে নিরাপত্তা বাহিনী। এসব বিস্ফোরক লুকিয়ে রাখা হয়েছিল স্টিলের টিফিন বাক্সের ভিতর।

Advertisements
Whatsapp-color Created with Sketch. গুরুত্বপূর্ণ খবর পেতে এখনই যুক্ত হোন 👉🏻
Join Now

গোপন সূত্রে খবর, এরপরেই চলে তল্লাশি অভিযান

সেনাবাহিনী সূত্রে জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রবিবার রাতে বিশেষ অভিযান চালানো হয় পুঞ্চের এক প্রত্যন্ত গ্রামীণ এলাকায়। ওই অঞ্চলে জঙ্গি উপস্থিতির খবর ছিল বেশ কিছু দিন ধরেই। স্থানীয় পাহাড়ি জঙ্গলে খোঁজ চালিয়ে এক পরিত্যক্ত জঙ্গি ঘাঁটি থেকে এই বিস্ফোরক মজুত উদ্ধার করা হয়।

স্টিলের টিফিন বক্সে মজুত ছিল বিস্ফোরক, সঙ্গে টাইমার ও ডিটোনেটর

বিস্ফোরকগুলি রাখা ছিল একাধিক স্টিলের টিফিন বাক্সে। প্রতিটি বাক্সেই টাইমার, ব্যাটারি, ডিটোনেটর এবং অন্যান্য ক্ষতিকারক উপাদান জুড়ে তৈরি ছিল কার্যকর IED। উদ্ধার হওয়া সামগ্রীর পরিমাণ দেখে সেনা কর্তারা মনে করছেন, এগুলি ব্যবহার করে বড়সড় নাশকতা ঘটানোর পরিকল্পনা ছিল।

Whatsapp-color Created with Sketch. সেরা খবরগুলো মোবাইলে পেতে এখনই যুক্ত হোন👉🏻
Join Now

সেনার তৎপরতায় বড় দুর্ঘটনা এড়ানো গেল

এই বিপজ্জনক সামগ্রী যদি সঠিক সময়ে ধরা না পড়ত, তা হলে বড় ধ্বংসাত্মক ঘটনা ঘটতে পারত। সেনার এক আধিকারিক জানিয়েছেন, “আমরা সময়মতো খবর পেয়েছি বলেই বড় বিপদ এড়ানো সম্ভব হয়েছে। গোটা এলাকা এখন নজরদারিতে রাখা হয়েছে।”

অভিযান অব্যাহত, জঙ্গিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে বাহিনী

IED উদ্ধারের পর গোটা এলাকায় চিরুনি তল্লাশি শুরু করেছে সেনা ও পুলিশ যৌথভাবে। কোথা থেকে এই বিস্ফোরক এল, কারা রেখেছিল, আর তাদের উদ্দেশ্য কী ছিল—তা খুঁজে বের করার চেষ্টা চলছে। গোয়েন্দা সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে আরও কিছু জায়গায় হানা দেওয়া হতে পারে।জম্মু ও কাশ্মীরের পুঞ্চে সেনাবাহিনীর এই সফল অভিযান আরও একবার দেখিয়ে দিল, জঙ্গিদের নাশকতার পরিকল্পনা এখনও শেষ হয়নি। তবে নিরাপত্তারক্ষীদের নজরদারি ও দ্রুত প্রতিক্রিয়ার জেরে বহু সাধারণ মানুষের জীবন বেঁচে গেল।