TRENDS
হঠাৎ বৃষ্টিতে ভিজে গেল ল্যাপটপ? কী করবেন এখনই জেনে নিন
সাধ্যের মধ্যে সাশ্রয়ী বাইক খুজছেন! রইল ১ লাখের কমে সেরা কিছু সন্ধান

এবার রাজস্থান সীমান্তে যুদ্ধের আঁচ? সীমান্তে প্রস্তুত ভারত

রাজস্থানের সীমান্তে চাপ বাড়ছে। পাকিস্তানের অমানবিক আচরণের বিরুদ্ধে মুখ খুললেন রাজ্যের মন্ত্রী। সর্বদলীয় বৈঠকে উঠল কড়া প্রতিক্রিয়ার বার্তা। কী হচ্ছে সীমান্তে?

Debapriya Nandi Sarkar

পাকিস্তানের সঙ্গে প্রায় ১,০৭০ কিলোমিটার দীর্ঘ সীমান্ত ভাগ করে রাজস্থান। সেই সীমান্ত ঘিরেই বাড়ছে উত্তেজনা। জয়সলমের, বাড়মেড়, পোখরান, গঙ্গানগর আর হনুমানগড়ের মতো গুরুত্বপূর্ণ এলাকাগুলির নিরাপত্তা এখন বড় চ্যালেঞ্জ। এই পরিস্থিতিতে সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে সর্বদলীয় বৈঠক ডাকলেন রাজস্থানের মন্ত্রী যোগারাম পটেল।

Advertisements
Whatsapp-color Created with Sketch. গুরুত্বপূর্ণ খবর পেতে এখনই যুক্ত হোন 👉🏻
Join Now

“একসঙ্গে লড়তে হবে”— বললেন মন্ত্রী

সেই বৈঠক শেষে পটেল বলেন, “সব রাজনৈতিক দল রাজ্যের পাশে দাঁড়িয়েছে। সবাই একযোগে সরকারের সব প্রয়াসে সহযোগিতার আশ্বাস দিয়েছেন। আমি তাঁদের কৃতজ্ঞতা জানাই।” তাঁর মতে, রাজ্যের নিরাপত্তা রক্ষায় কোনও রাজনৈতিক বিভাজন থাকছে না।

পাকিস্তানের বিরুদ্ধে কড়া বার্তা

পাকিস্তানের আচরণকে ‘অমানবিক ও অগ্রহণযোগ্য’ বলেই উল্লেখ করেছেন মন্ত্রী। তাঁর বক্তব্য, “ভারতীয় সেনা কোনওদিন সাধারণ মানুষের ওপর আক্রমণ করেনি। পাকিস্তান ঠিক তার উলটোটা করেছে। আমরা সবসময় সন্ত্রাসবাদ বা সামরিক উস্কানির বিরুদ্ধে প্রতিক্রিয়া দিয়েছি।”

Whatsapp-color Created with Sketch. সেরা খবরগুলো মোবাইলে পেতে এখনই যুক্ত হোন👉🏻
Join Now

প্রতিটি আঘাতের উপযুক্ত জবাব দিয়েছে ভারত

পটেলের স্পষ্ট কথা, “আমাদের নাগরিক বা সেনাদের ওপর আঘাত এলে ভারত কখনও চুপ করে বসে থাকেনি। প্রত্যেকটি হামলার উপযুক্ত জবাব দিয়েছে ভারতীয় সেনা।”

রাজনীতি নয়, দেশ আগে

মন্ত্রী জানালেন, এই পরিস্থিতিতে বিরোধীরাও সরকারের পাশে দাঁড়াচ্ছেন। “পাকিস্তানের ষড়যন্ত্র ব্যর্থ করতে সব দল একসঙ্গে কাজ করবে। এখন রাজনীতি নয়, দেশের স্বার্থই আগে”— বললেন তিনি।

About Author
Debapriya Nandi Sarkar
Debapriya Nandi Sarkar

আমি দেবপ্রিয়া নন্দী সরকার। ২০১৮ তে পলিটিক্যাল সাইন্স অনার্স নিয়ে বঙ্গবাসী কলেজ থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি। তারপর ২০১৯ থেকে আমি কনটেন্ট রাইটার হিসেবে কাজ শুরু করি। পলিটিক্যাল, বিনোদন, লাইফ স্টাইল, আন্তর্জাতিক খবর ইত্যাদি বিভিন্ন বিষয়ে আমার লেখার অভিজ্ঞতা রয়েছে।