জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলার সাঞ্জি মোর এলাকা থেকে উদ্ধার হল ভয়ঙ্কর এক মর্টার শেল। যার ওজন ৩৬ কেজিরও বেশি। দীর্ঘদিন ধরে ভারত-পাকিস্তান যুদ্ধের কারণে সীমান্তে চলেছে গোলাগুলির লড়াই। দেশবাসীকে রক্ষা করতে ভারতীয় সেনা ছিল সর্বদা সজাগ। সীমান্তবর্তী এলাকা গুলোতে রোজ চলছিল তল্লাশি। ভারতীয় সেনার সন্দেহ ছিল পাকিস্তানি জঙ্গিরা কোন আগ্নেয়াস্ত্র লুকিয়ে রাখতে পারে সীমান্তবর্তী এলাকা গুলিতে। সে সন্দেহের ভিত্তিতেই চলে এই তল্লাশি অভিযান, এবং তারপরে উদ্ধার হয় ভয়ংকর এক মর্টার শেল।
নিস্ক্রিয় করল বম্ব স্কোয়াড
বিস্ফোরকটি উদ্ধারের পরই ঘটনাস্থলে ছুটে যায় বম্ব ডিসপোজাল স্কোয়াড। অত্যন্ত সতর্কতায় সেই মর্টার নিস্ক্রিয় করা হয়। স্থানীয়দের নিরাপত্তা সুনিশ্চিত করতে গোটা এলাকা ঘিরে ফেলা হয় সেনার তরফে।
আরও গোলা লুকিয়ে আছে?
একটি মর্টারই নয়, গোটা এলাকা ঘিরে তল্লাশি চলছে আরও গোলা বা বিস্ফোরক থাকার আশঙ্কায়। সেনার এক সূত্রে জানা যাচ্ছে, সীমান্ত পেরিয়ে পাঠানো পাকিস্তানের এই ধরনের মর্টার আরও লুকানো থাকতে পারে। ফলে বাড়ানো হয়েছে সতর্কতা।
সীমান্তে বাড়ানো হয়েছে নজরদারি
ঘটনার পর রাজৌরির সীমান্তবর্তী অঞ্চলগুলিতে নজরদারি আরও জোরদার করা হয়েছে। সেনার পাশাপাশি পুলিশ এবং গোয়েন্দা বিভাগও সক্রিয়ভাবে নজর রাখছে। স্থানীয় বাসিন্দাদেরও সতর্ক থাকতে বলা হয়েছে এবং কোনও সন্দেহজনক কিছু দেখলেই জানাতে অনুরোধ করা হয়েছে।