পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ় শরিফ জানিয়েছেন, কাশ্মীর, জল, বাণিজ্য এবং সন্ত্রাসবাদ— এই চারটি গুরুত্বপূর্ণ ইস্যুতে ভারতের সঙ্গে সরাসরি আলোচনায় বসতে চায় পাকিস্তান। বুধবার পাক সাংবাদিকদের সামনে তিনি বলেন, শুধু সন্ত্রাস নয়, এই চারটি বিষয়ই আলোচনার টেবিলে আনতে হবে।
জল ইস্যুতে ভারতের অবস্থান কঠোর
পাক সংবাদমাধ্যম ‘ডন’-এর বরাতে জানা যাচ্ছে, ‘জল’ বলতে শাহবাজ় শরিফ সম্ভবত সিন্ধু জলচুক্তির দিকেই ইঙ্গিত করছেন। সম্প্রতি কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হানার পরে ভারত এই চুক্তি স্থগিত রেখেছে। এখনো তা প্রত্যাহার করেনি নয়াদিল্লি।
চিন নয়, সৌদি আরবকে ‘নিরপেক্ষ’ দেশ হিসেবে চায় পাকিস্তান
চিনে আলোচনা সম্ভব কি না, এমন প্রশ্নে শাহবাজ় জানান, “ভারত কখনও তাতে রাজি হবে না।” ফলে তাঁর মতে, ‘নিরপেক্ষ’ জায়গা হিসেবে সৌদি আরব হতে পারে দ্বিপাক্ষিক বৈঠকের স্থান। তিনি আশাবাদী, দুই দেশ যদি সম্মত হয়, তাহলে আলোচনা সম্ভব।
সেনাপ্রধান নিয়ে বিতর্কের মাঝেই এই বার্তা
এছাড়া, শাহবাজ় শরিফ সম্প্রতি পাক সেনাপ্রধান আসিম মুনিরকে ফিল্ড মার্শাল পদে উন্নীত করার কথা বলেন। এই সিদ্ধান্তে দাদার (নওয়াজ শরিফ) সঙ্গে পরামর্শ করলেও, চূড়ান্ত সিদ্ধান্ত ছিল তাঁর নিজের। সেনাবাহিনীর অভ্যন্তরীণ রাজনীতি এবং প্রধানমন্ত্রীর অভিপ্রায় স্পষ্ট এই পদক্ষেপে।
কূটনৈতিক আলোচনার সম্ভাবনা কতটা বাস্তব?
ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সম্পর্ক অতীতে বহুবার ভেঙে পড়েছে নানা ঘটনার জেরে। এখন প্রশ্ন উঠছে— এই চারটি ইস্যু একসঙ্গে আলোচনায় আসবে কি না। সন্ত্রাসবাদের প্রশ্নে ভারতের কঠোর অবস্থান ও পাকিস্তানের ‘সব ইস্যু একসঙ্গে’ দাবির মধ্যে বোঝাপড়ার সম্ভাবনা কতটা, সেটাই এখন দেখার।