TRENDS
হঠাৎ বৃষ্টিতে ভিজে গেল ল্যাপটপ? কী করবেন এখনই জেনে নিন
সাধ্যের মধ্যে সাশ্রয়ী বাইক খুজছেন! রইল ১ লাখের কমে সেরা কিছু সন্ধান

‘অপারেশন সিঁদুর’ নিয়ে এবার মুখ খুললেন শুভেন্দু অধিকারী! তার মধ্যেই কটাক্ষের সুর তৃণমূলের বিরুদ্ধে

অপারেশন সিন্দুর নিয়ে সেনার সাহস ও মোদির নেতৃত্বের প্রশংসা করলেন শুভেন্দু অধিকারী। তৃণমূলের নীরবতা নিয়েও তীব্র কটাক্ষ।

Debapriya Nandi Sarkar

‘অপারেশন সিঁদুর’ নিয়ে দেশের রাজনীতিতে শুরু হয়েছে তীব্র আলোড়ন। এই সময়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মন্তব্য ফের আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। সেনার ভূমিকাকে প্রশংসা করে তিনি স্পষ্ট জানান, “আমাদের বীর জওয়ানরা অসাধারণ কাজ করেছেন। ওঁরা বদলা নিয়েছেন। এর পুরো কৃতিত্ব সেনার এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির।” তাঁর এই বক্তব্যে একদিকে যেমন সেনার সাহসিকতার প্রশংসা করা হয়েছে, তেমনই উঠে এসেছে কেন্দ্রীয় সরকারের দৃঢ় অবস্থানের প্রশংসাও।

Advertisements
Whatsapp-color Created with Sketch. গুরুত্বপূর্ণ খবর পেতে এখনই যুক্ত হোন 👉🏻
Join Now

তৃণমূলের ভূমিকা নিয়ে প্রশ্ন

এখানেই থেমে থাকেননি শুভেন্দু। তৃণমূল কংগ্রেসের উদ্দেশে কটাক্ষ ছুঁড়ে তিনি বলেন, “গতকাল তৃণমূল ২৪টা প্রশ্ন তুলছিল, আজ কেন একটাও বলছে না?” তাঁর দাবি, অভিযানের সফলতা প্রকাশ্যে আসতেই রাজ্য সরকার এবং শাসক দল কার্যত চুপ করে গেছে।

রাজনীতিতে নতুন উত্তাপ

‘অপারেশন সিঁদুর’ নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। বিজেপি নেতৃত্ব বারবার সেনা ও কেন্দ্রের ভূমিকাকে সামনে এনে কৃতিত্ব দিচ্ছে, অন্যদিকে বিরোধীদের নীরবতা নিয়ে তারা প্রশ্ন তুলছে। সব মিলিয়ে, সামরিক অভিযানের সফলতা এখন রাজনীতির মঞ্চেও বড় ইস্যু হয়ে উঠছে। সামনে বিধানসভা ভোটের কথা মাথায় রেখে এই ইস্যু আরও কতটা জায়গা দখল করে, সেটাই এখন দেখার।

Whatsapp-color Created with Sketch. সেরা খবরগুলো মোবাইলে পেতে এখনই যুক্ত হোন👉🏻
Join Now
About Author
Debapriya Nandi Sarkar
Debapriya Nandi Sarkar

আমি দেবপ্রিয়া নন্দী সরকার। ২০১৮ তে পলিটিক্যাল সাইন্স অনার্স নিয়ে বঙ্গবাসী কলেজ থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি। তারপর ২০১৯ থেকে আমি কনটেন্ট রাইটার হিসেবে কাজ শুরু করি। পলিটিক্যাল, বিনোদন, লাইফ স্টাইল, আন্তর্জাতিক খবর ইত্যাদি বিভিন্ন বিষয়ে আমার লেখার অভিজ্ঞতা রয়েছে।