ভারত-পাকিস্তান উত্তেজনার আবহে কেন্দ্রীয় সরকারের প্রত্যাঘাত নিয়ে এবার বড়সড় প্রশ্ন তুললেন তৃণমূলের বর্ষীয়ান সাংসদ সৌগত রায়। তাঁর স্পষ্ট দাবি, “ কোনও যুদ্ধই হয়নি। দু-একটা মিসাইল এদিক-ওদিক গিয়েছে, সেটা যুদ্ধ নয়।”
‘জঙ্গিঘাঁটি ধ্বংস? কোথায় প্রমাণ?’
এক সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিতে গিয়ে সৌগত রায় বলেন, “আমি তো ছবিতে দেখছি মাসুদ আজাহারের পুরনো ভাঙা একটা বাড়ি। ওটাকেই কি জঙ্গিঘাঁটি ধ্বংস বলা হচ্ছে? কোথায় অস্ত্রভাণ্ডার ধ্বংস হল? কোথায় প্রমাণ?”
সৌগত রায়ের আরও প্রশ্ন, “সরকার কি কোনও ছবি বা তথ্য দিয়েছে যেখানে প্রমাণ হয় যে পাকিস্তানের অস্ত্র গুদাম ধ্বংস হয়েছে? একটাও স্পষ্ট প্রমাণ নেই। শুধু বলার জন্য বলা হচ্ছে।”
‘পাকিস্তানকে শিক্ষা দিতে পারল না সরকার’
এখানেই থেমে থাকেননি তৃণমূল সাংসদ। তিনি বলেন, “এই প্রত্যাঘাত যদি এতই গুরুত্বপূর্ণ হয়, তাহলে পাকিস্তানকে কোনও শিক্ষা দেওয়া গেল না কেন? কিছুই তো বোঝা যাচ্ছে না। সরকারের উচিত ছিল দেশবাসীর সামনে সত্যিটা তুলে ধরা।”
সৌগত রায়ের এই বক্তব্য নতুন করে কেন্দ্রকে অস্বস্তিতে ফেলেছে বলে মনে করছে রাজনৈতিক মহল।