গত কয়েকদিনের চাপা উত্তেজনার পরে অবশেষে শ্রীনগরে জনজীবন স্বাভাবিক হতে শুরু করেছে। মঙ্গলবার সকাল থেকেই শহরের বিভিন্ন রাস্তায় দেখা গেছে যানবাহনের চলাচল। কিছু জায়গায় ছিল ট্রাফিক জ্যামও—যা শান্ত পরিবেশেরই ইঙ্গিত দিচ্ছে।
খুলেছে দোকানপাট, স্কুলেও ঢুকছে পড়ুয়ারা
শহরের বিভিন্ন বাজার, দোকানপাটও খুলেছে সকাল থেকেই। ক্রেতাদের আনাগোনাও দেখা গেছে যথেষ্ট। স্কুল-কলেজেও পড়ুয়াদের যাতায়াত শুরু হয়েছে। অভিভাবকরাও কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন এই পরিস্থিতিতে।
আজ খুলতে পারে শ্রীনগর বিমানবন্দর
সূত্রের খবর, যদি পরিস্থিতি এমনভাবেই স্বাভাবিক থাকে, তাহলে আজ থেকেই খুলে দেওয়া হতে পারে শ্রীনগর বিমানবন্দর। ইতিমধ্যেই বিমানবন্দরের নিরাপত্তা খতিয়ে দেখা হয়েছে। ফ্লাইট চালুর প্রস্তুতিও শুরু হয়েছে।
প্রশাসন এখনও সতর্ক, নজরদারি জারি
যদিও সবকিছু স্বাভাবিকের দিকে এগোলেও, প্রশাসন কোনও ঝুঁকি নিতে নারাজ। শহরজুড়ে এখনও নজরদারি চালিয়ে যাচ্ছে পুলিশ ও নিরাপত্তা বাহিনী। কোনও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নেওয়া হয়েছে অতিরিক্ত ব্যবস্থা।