ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনার আবহে ফের আতঙ্ক ছড়াল মুম্বইয়ে। শহরের সবচেয়ে হাই-প্রোফাইল স্থান তাজ মহল প্যালেস হোটেল এবং ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। শুক্রবার মুম্বই পুলিশ একটি ইমেল পায়, যেখানে এই হুমকির উল্লেখ ছিল।
ইমেলে আফজল গুরুর নাম টেনে দাবি
সংবাদ সংস্থা আইএনএস-এর সূত্র বলছে, ওই ইমেলে উল্লেখ করা হয়—২০০১ সালের সংসদ হামলার মামলায় অভিযুক্ত আফজল গুরুর সঙ্গে অন্যায় করা হয়েছিল। তাঁকে সেই ঘটনার জেরে ফাঁসি দেওয়া হয়েছিল। সেই ‘অন্যায়ের’ বদলা নিতেই এবার হামলার পরিকল্পনা!
পুলিশ বলছে, প্রাথমিকভাবে ‘ভুয়ো হুমকি’
ইমেল পাওয়ার পর দ্রুত তৎপর হয় মুম্বই পুলিশ। বিমানবন্দর পুলিশ জানায়, প্রাথমিক তদন্তে এটি ভুয়ো হুমকি বলেই মনে হচ্ছে। তবুও কোনও ঝুঁকি না নিয়ে হোটেল এবং বিমানবন্দরের নিরাপত্তা ব্যাপকভাবে বাড়ানো হয়েছে। দায়ের হয়েছে একটি এফআইআর। হুমকিদাতার পরিচয় ও উদ্দেশ্য খতিয়ে দেখা হচ্ছে।
স্মৃতি জাগাল ২৬/১১-র বিভীষিকা
২০০৮ সালের ২৬ নভেম্বর মুম্বইয়ে ভয়াবহ জঙ্গি হামলার অন্যতম নিশানা ছিল এই তাজ হোটেলই। প্রাণ হারিয়েছিলেন ১৬৪ জন, আহত হয়েছিলেন তিন শতাধিক মানুষ। সেই ভয়ংকর স্মৃতি এখনও টাটকা। ফলে নতুন করে এই হুমকি পাওয়ার পর আতঙ্ক বেড়েছে কয়েকগুণ।
নজরদারিতে ডগ স্কোয়াড, স্ক্যানিং বাড়ানো হল
তাজ হোটেল ও আশেপাশের এলাকায় মোতায়েন করা হয়েছে বাড়তি নিরাপত্তা বাহিনী। ব্যাগ তল্লাশি বাধ্যতামূলক করা হয়েছে। বিমানবন্দরেও চলছে কড়া স্ক্যানিং। বম্ব স্কোয়াড ও ডগ স্কোয়াড রাখা হয়েছে স্ট্যান্ডবাইয়ে।
আগেও মিলেছে বেনামি হুমকি
মাত্র কয়েকদিন আগেই, ১৩ মে, মহারাষ্ট্র সচিবালয়ে একটি বেনামি ইমেলে বোমা বিস্ফোরণের হুমকি দেওয়া হয়েছিল। সেখানেও পুলিশ অভিযান চালালেও সন্দেহজনক কিছু পাওয়া যায়নি।
Mumbai’s Chhatrapati Shivaji Maharaj International Airport and the Taj Mahal Palace Hotel received a bomb threat via email, citing the ‘unjust’ execution of terrorists Afzal Guru and Sevakku Shankar. The threat was sent to the Mumbai Airport Police’s official email ID. Security… pic.twitter.com/5Ed5KE2rCz
— IANS (@ians_india) May 17, 2025