ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনার আবহেই এবার এক বড়সড় পদক্ষেপ নিল ভারতের ব্যবসায়ী সমাজ। পাকিস্তানকে যুদ্ধে সমর্থন এবং সামরিক সাহায্য দেওয়ার অভিযোগে, তুরস্ক ও আজারবাইজানের সঙ্গে সমস্ত বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা করল কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্স (CAIT)।
গত শুক্রবার দিল্লিতে অনুষ্ঠিত একটি গুরুত্বপূর্ণ জাতীয় সম্মেলনে CAIT-এর সঙ্গে যুক্ত দেশের ১২৫টিরও বেশি শীর্ষস্থানীয় ব্যবসায়ী সংগঠন এই সিদ্ধান্তে সম্মত হয়। তারা জানায়, পাকিস্তানের পাশে দাঁড়িয়ে যে ভুমিকা তুরস্ক ও আজারবাইজান নিয়েছে, তা কোনওভাবেই মেনে নেওয়া যাবে না। এর প্রতিবাদেই ভারতের ব্যবসায়ী সমাজ ওই দুই দেশের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক শেষ করার সিদ্ধান্ত নিয়েছে।
ট্যুরিজম থেকে ফিল্ম ইন্ডাস্ট্রি—সবই থাকবে বয়কটের আওতায়
এই বয়কটের আওতা বিস্তৃত—শুধু আমদানি বা রপ্তানি নয়, এর প্রভাব পড়বে ট্র্যাভেল ও ট্যুরিজম ক্ষেত্রেও। এমনকি, বলিউড ও অন্যান্য ফিল্ম ইন্ডাস্ট্রিকেও স্পষ্ট বার্তা দিয়েছে CAIT। তারা জানিয়েছে, যদি কোনও সিনেমার শুটিং তুরস্ক বা আজারবাইজানে হয়, তাহলে সেই ছবি বয়কট করবে ব্যবসায়ী মহল এবং সাধারণ জনগণ। শুধু তাই নয়, কোনও কর্পোরেট সংস্থাকেও ওই দেশে গিয়ে তাদের পণ্যের প্রোমোশন করতে দেওয়া হবে না বলেও জানিয়ে দিয়েছে তারা।
‘দেশবিরোধী শক্তির সঙ্গে ব্যবসা নয়’—সাফ বার্তা ব্যবসায়ী সমাজের
CAIT-এর বক্তব্য, দেশের বিরুদ্ধে দাঁড়ানো কোনও শক্তির সঙ্গে ভারতের কোনওরকম সম্পর্ক রাখা উচিত নয়। ব্যবসাও নয়, সিনেমাও নয়—যারা ভারতের স্বার্থে আঘাত করে, তাদের জন্য কোনও জায়গা নেই। এই সিদ্ধান্তে বাণিজ্যিক জগতে একটা বড় প্রভাব পড়তে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। তুরস্ক ও আজারবাইজানের সঙ্গে বহু ক্ষেত্রেই ভারতের বাণিজ্যিক সম্পর্ক রয়েছে। কিন্তু এখন পরিস্থিতি বদলাচ্ছে—এবং দেশপ্রেম যে প্রথমে, তা স্পষ্ট করে দিলেন ভারতের ব্যবসায়ীরা।