TRENDS
হঠাৎ বৃষ্টিতে ভিজে গেল ল্যাপটপ? কী করবেন এখনই জেনে নিন
সাধ্যের মধ্যে সাশ্রয়ী বাইক খুজছেন! রইল ১ লাখের কমে সেরা কিছু সন্ধান

ছুটি দিলে দুষ্কৃতী ধরবে কে? পুলিশ কর্মীদের ছুটি নিয়ে বড় ঘোষণা রাজ্যের

সপ্তাহে একদিন ছুটির ঘোষণা উত্তরপ্রদেশ পুলিশের জন্য। ডিজিপির বক্তব্য, এই সিদ্ধান্তে বাড়বে কর্মীদের মানসিক শক্তি ও কাজের উৎসাহ।

Debapriya Nandi Sarkar

রাতদিন ডিউটি, উৎসব-অবকাশ নেই, পরিবার থেকেও দূরে। এমন জীবনই ছিল বহু পুলিশ কর্মীর। কিন্তু এবার মিলতে চলেছে স্বস্তির নিঃশ্বাস। উত্তরপ্রদেশ রাজ্য পুলিশ কর্মীদের জন্য বড় ঘোষণা করলেন রাজ্যের ডিজিপি রাজীব কৃষ্ণ। তিনি জানালেন, খুব শীঘ্রই রাজ্যজুড়ে পুলিশদের জন্য চালু হতে চলেছে সপ্তাহে একদিন ছুটি (Weekly Off)।

Advertisements
Whatsapp-color Created with Sketch. গুরুত্বপূর্ণ খবর পেতে এখনই যুক্ত হোন 👉🏻
Join Now

গত মঙ্গলবার বারাণসী থেকে লখনৌ ফেরার পথে এক সাংবাদিক সম্মেলনে তিনি এই আশার কথা শোনান। তার বক্তব্য অনুযায়ী, ইতিমধ্যেই প্রশাসনিক স্তরে ছুটির পরিকল্পনা কার্যকর করার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে।

এতদিন কেন ছুটি দেওয়া হয়নি?

এই সিদ্ধান্ত যে হঠাৎ নেওয়া নয়, তা স্পষ্ট করে দিয়েছেন ডিজিপি। বহুদিন ধরেই বিষয়টি বিবেচনায় ছিল, তবে মূল বাধা ছিল পুলিশ বাহিনীতে পর্যাপ্ত জনবলের অভাব। অপরাধ রুখতে এবং আইনশৃঙ্খলা বজায় রাখতে পুলিশদেরকে ২৪ ঘণ্টাই প্রস্তুত থাকতে হয়। এমন পরিস্থিতিতে একজন পুলিশ কর্মী ছুটিতে গেলে তা প্রভাব ফেলত গোটা ইউনিটের উপর।

Whatsapp-color Created with Sketch. সেরা খবরগুলো মোবাইলে পেতে এখনই যুক্ত হোন👉🏻
Join Now

তবে এবার কী বদলাবে?

ডিজিপি রাজীব কৃষ্ণের দাবি, নতুন নিয়োগের ফলে জনবলের ঘাটতি অনেকটাই কাটিয়ে ওঠা গিয়েছে। ফলে চাপ ভাগ করে নেওয়া সম্ভব হবে এবং পুলিশদের মানসিক ও শারীরিক বিশ্রাম নিশ্চিত করা যাবে। তিনি বলেন, “সপ্তাহে একদিন ছুটি মানে শুধু বিশ্রাম নয়, এর ফলে পুলিশ কর্মীদের মধ্যে কাজের প্রতি উৎসাহও বাড়বে।” রাজ্যের প্রতিটি জেলাতে ধাপে ধাপে এই নিয়ম কার্যকর হবে বলে জানান তিনি।

কী বলছেন বিশেষজ্ঞরা?

পুলিশ প্রশাসনের এক প্রবীণ অবসরপ্রাপ্ত কর্তা বলেন, “এটা বহু প্রতীক্ষিত সিদ্ধান্ত। বহু রাজ্যে পুলিশদের কোনো নির্দিষ্ট সাপ্তাহিক ছুটি নেই। এটি মানসিক স্বাস্থ্য এবং পরিবার-জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ।”

কীভাবে কাজ হবে ছুটির নিয়ম?

  • প্রতিটি থানায় আলাদা করে রোস্টার তৈরি করা হবে।

  • যে পুলিশ কর্মীর ছুটি থাকবে, তার কাজ অন্য সহকর্মীরা ভাগ করে নেবেন।

  • প্রয়োজনে অতিরিক্ত বাহিনী মোতায়েনের ব্যবস্থাও রাখা হবে।

অন্যান্য রাজ্যে কী অবস্থা?

উল্লেখ্য, কর্ণাটক, মহারাষ্ট্রের মতো কিছু রাজ্যে ইতিমধ্যেই সাপ্তাহিক ছুটি বা রোটেশনাল ডিউটির পদ্ধতি চালু রয়েছে। তবে অধিকাংশ রাজ্যেই এখনো পুলিশদের নির্দিষ্ট ছুটির ব্যবস্থা নেই।

উত্তরপ্রদেশে এই সিদ্ধান্ত সফল হলে দেশের অন্য রাজ্যগুলিও হয়তো এই পথে হাঁটবে। যারা দেশের জন্য নিঃস্বার্থভাবে কাজ করেন, তাদের জন্য এই স্বস্তির ঘোষণা নিঃসন্দেহে এক ইতিবাচক বার্তা।

About Author
Debapriya Nandi Sarkar
Debapriya Nandi Sarkar

আমি দেবপ্রিয়া নন্দী সরকার। ২০১৮ তে পলিটিক্যাল সাইন্স অনার্স নিয়ে বঙ্গবাসী কলেজ থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি। তারপর ২০১৯ থেকে আমি কনটেন্ট রাইটার হিসেবে কাজ শুরু করি। পলিটিক্যাল, বিনোদন, লাইফ স্টাইল, আন্তর্জাতিক খবর ইত্যাদি বিভিন্ন বিষয়ে আমার লেখার অভিজ্ঞতা রয়েছে।