মার্কিন যুক্তরাষ্ট্র ইস্পাত ও অ্যালুমিনিয়ামের উপর বাড়তি আমদানি শুল্ক বসানোর সিদ্ধান্ত নেওয়ার পরই পাল্টা চাল দিলো ভারত। বিশ্ব বাণিজ্য সংস্থার (WTO) কাছে ভারত এবার জানিয়ে দিল, আমেরিকার কিছু নির্দিষ্ট পণ্যে শীঘ্রই পাল্টা শুল্ক বসানো হতে পারে। এই সিদ্ধান্তের জেরে ভারত-আমেরিকা বাণিজ্য সম্পর্ক নতুন মোড় নিতে চলেছে বলে মনে করা হচ্ছে।
কোন কোন পণ্যে শুল্ক বসবে?
WTO সূত্রে খবর, এতদিন আমেরিকা থেকে আমদানি হওয়া পণ্যে বেশ কিছু ছাড় দিত ভারত। কিন্তু এই ছাড় এবার স্থগিত করার প্রস্তাব পাঠানো হয়েছে। মানে, এবার থেকে আমেরিকা থেকে আমদানি পণ্যের উপর সরাসরি শুল্ক বসানা হবে। ৯ মে WTO-তে পাঠানো এই প্রস্তাব অনুযায়ী, আমদানি শুল্ক বসানো হবে কয়েকটি মার্কিন পণ্যের উপর। যদিও কোন কোন পণ্যে শুল্ক বসবে তার তালিকা এখনো প্রকাশ করা হয়নি।
ট্রাম্প প্রশাসনের নীতির জবাব
২০১৮ সাল থেকেই ট্রাম্প প্রশাসন ইস্পাতজাত ও অ্যালুমিনিয়ামের উপর বাড়তি ২৫ শতাংশ আমদানি শুল্ক বসানোর সিদ্ধান্ত নেয়। বিষয়টি নিয়ে ভারত বারবার আলোচনার প্রস্তাব দিলেও, আমেরিকা ‘জাতীয় নিরাপত্তা’র অজুহাতে তাতে সাড়া দেয়নি। এবার সেই নীতিরই জবাবে নতুনভাবে পদক্ষেপ করল ভারত।
ভারতীয় রফতানিতে কতটা প্রভাব পড়তে পারে?
বর্তমানে বছরে প্রায় ৩০০ কোটি ডলারের (২৬ হাজার কোটি টাকারও বেশি) ইস্পাত আমদানি করে আমেরিকা ভারত থেকে। এছাড়াও অ্যালুমিনিয়াম সহ কিছু ধাতব পণ্য রফতানি হয়। নতুন শুল্কনীতি চালু হলে এই রফতানির পরিমাণ ও গতিবিধি মারাত্মকভাবে প্রভাবিত হতে পারে।
বাণিজ্য যুদ্ধের আগুনে ফের ঘি…
বিশেষজ্ঞদের মতে, ভারত ও আমেরিকার মধ্যে এই ধরনের পাল্টা শুল্ক প্রয়োগ ভবিষ্যতে বড়সড় বাণিজ্যিক সংঘর্ষে রূপ নিতে পারে। যদিও ভারত এই সিদ্ধান্তকে প্রতিরক্ষামূলক পদক্ষেপ বলেই ব্যাখ্যা করছে।