পাকিস্তান ও ভারতের মধ্যে টানাপোড়েন চলাকালীন সময়েই তুরস্ক সরাসরি পাকিস্তানের পাশে দাঁড়িয়েছে। সামরিক ড্রোন থেকে প্রযুক্তিগত সহায়তা, সবই পাঠিয়েছে তুরস্ক ইসলামাবাদের দিকে। এই অবস্থায় ভারত রীতিমতো তুরস্কের উপর ক্ষুব্ধ। সোশ্যাল মিডিয়া জুড়ে চলছে #BoycottTurkey ট্রেন্ড। ইতিমধ্যে গোটা ভারতের ব্যবসায়িক সম্প্রদায় থেকে শুরু করে বিনোদন জগত, প্রত্যেকে বয়কট করেছে তুরস্ককে। এই অবস্থায় এবার তুরস্কের পাশে দাঁড়ালো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
আমেরিকার আশ্চর্য পদক্ষেপ
এই পরিস্থিতিতে ভারত ভেবেছিল আমেরিকা নিশ্চয়ই বন্ধুত্ব রক্ষা করবে। কিন্তু ট্রাম্প প্রশাসন ঠিক তার উলটো কাজই করল। তারা ঘোষণা করল, তুরস্ককে ৩০৪ মিলিয়ন ডলারের ক্ষেপণাস্ত্র বিক্রি করবে। এই সিদ্ধান্ত নিয়েই ভারতীয় কূটনৈতিক মহলে শোরগোল পড়ে গিয়েছে।
ট্রাম্পের মুখে ভারত-মিত্রতা, কাজে পাকিস্তানপন্থা?
ট্রাম্প নিজেকে ভারত ও পাকিস্তানের মধ্যে ‘শান্তির দূত’ বললেও, ভারতের প্রতিপক্ষকে এই ধরনের সামরিক সহায়তা দিয়ে তিনি আদতে ভারতের সঙ্গে ‘ডাবল গেম’ খেলছেন বলেই মনে করছে বিশেষজ্ঞরা। তুরস্কের সঙ্গে এই অস্ত্রচুক্তি ভারত-আমেরিকা সম্পর্কে অবিশ্বাসের দেয়াল তৈরি করতে পারে বলেও আশঙ্কা।
ভারতীয় প্রতিক্রিয়া ও কূটনৈতিক চাপ
ভারতীয় বিশেষজ্ঞদের মতে, এ এক ভয়ানক দ্বিচারিতা। একদিকে QUAD মঞ্চে ভারতকে বন্ধু বলা, অন্যদিকে সেই দেশের শত্রুকে অস্ত্র বিক্রি করা—এই দুই মুখো আচরণ ভারতের উদ্বেগ বাড়াচ্ছে। যদিও আমেরিকার দাবি, এটা কেবলমাত্র ন্যাটো সহযোগিতার অংশ, ভারতের বিরুদ্ধে কিছু নয়।