TRENDS
হঠাৎ বৃষ্টিতে ভিজে গেল ল্যাপটপ? কী করবেন এখনই জেনে নিন
সাধ্যের মধ্যে সাশ্রয়ী বাইক খুজছেন! রইল ১ লাখের কমে সেরা কিছু সন্ধান

২০৪৭ নয়, তার আগেই গড়ে উঠুক ‘বিকশিত ভারত’, বার্তা প্রধানমন্ত্রীর

‘বিকশিত ভারত’ গড়তে রাজ্য, শহর ও গ্রামের একযোগে কাজের ডাক প্রধানমন্ত্রীর। নীতি আয়োগ বৈঠকে নারীর কর্মসংস্থান ও বাস্তব উন্নয়নকে রূপান্তরের হাতিয়ার করার আহ্বান।

Debapriya Nandi Sarkar

“আমাদের লক্ষ্য একটাই—ভারতকে ২০৪৭ সালের আগেই বিকশিত দেশে রূপান্তরিত করা।” ১০ম নীতি আয়োগ গভার্নিং কাউন্সিল বৈঠকে এমনই সাহসী বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুধু কেন্দ্রীয় নয়, রাজ্য এবং স্থানীয় স্তরের সব প্রশাসনিক ইউনিটকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি।

Advertisements
Whatsapp-color Created with Sketch. গুরুত্বপূর্ণ খবর পেতে এখনই যুক্ত হোন 👉🏻
Join Now

রাজ্য থেকে গ্রাম—সব স্তরে উন্নয়নের পরিকল্পনা

প্রধানমন্ত্রী জানান, “যদি আমরা প্রতিটি রাজ্য, শহর, নগরপালিকা ও গ্রামকে বিকশিত করার লক্ষ্যে একযোগে কাজ করি, তাহলে ‘বিকশিত ভারত’-এর স্বপ্ন ২০৪৭-এর আগেই বাস্তবায়িত হবে।”

তিনি আরও বলেন, শুধু পরিকল্পনা নয়, সেই পরিকল্পনার প্রভাব সাধারণ মানুষের জীবনে কতটা পড়ছে, তা নিশ্চিত করাই সরকারের মূল কাজ। কারণ, মানুষ যখন উন্নয়নের ছোঁয়া অনুভব করেন, তখনই তা একটি বৃহত্তর সামাজিক আন্দোলনে রূপ নেয়।

Whatsapp-color Created with Sketch. সেরা খবরগুলো মোবাইলে পেতে এখনই যুক্ত হোন👉🏻
Join Now

১৪০ কোটির স্বপ্নকে বাস্তবায়িত করার সুযোগ

দেশের ১৪০ কোটি মানুষের আকাঙ্ক্ষাকে গুরুত্ব দিয়ে মোদী বলেন, “এই সময় আমাদের কাছে এক বিশাল সুযোগ। আমরা যদি ‘এক টিম, এক লক্ষ্য’ মানসিকতা নিয়ে এগোই, তাহলে জাতি হিসেবে দ্রুত অগ্রগতি সম্ভব।”এছাড়া তিনি জানান, উন্নয়নের কোনও প্রকল্প কাগজে-কলমে সীমাবদ্ধ না রেখে বাস্তব জীবনে কতটা রূপায়িত হচ্ছে, সেই বিষয়েও নজর রাখতে হবে।

কর্মজগতে নারীর সম্মানজনক অংশগ্রহণে জোর

মোদীর বার্তার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ ছিল নারীদের অংশগ্রহণ। তিনি বলেন, “আমাদের এমন নীতি ও আইন তৈরি করতে হবে, যাতে মহিলারা সম্মানের সঙ্গে কর্মজগতে যুক্ত হতে পারেন। উন্নয়নের যাত্রাপথে নারীসমাজের পূর্ণ অংশগ্রহণ অত্যন্ত জরুরি।”

সারাংশে বার্তা—উন্নয়নকে রূপ দিতে হবে গণআন্দোলনে

সামগ্রিক বার্তায় প্রধানমন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন, উন্নয়ন যেন কেবল একটি প্রশাসনিক পরিভাষা না হয়ে, এক জনমুখী পরিবর্তনের রূপ নেয়। তাঁর মতে, পরিবর্তনের বাস্তব অনুভবই পারে স্থায়ী রূপান্তর আনতে, এবং সেটিই আগামী ভারতের মূল চাবিকাঠি।

About Author
Debapriya Nandi Sarkar
Debapriya Nandi Sarkar

আমি দেবপ্রিয়া নন্দী সরকার। ২০১৮ তে পলিটিক্যাল সাইন্স অনার্স নিয়ে বঙ্গবাসী কলেজ থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি। তারপর ২০১৯ থেকে আমি কনটেন্ট রাইটার হিসেবে কাজ শুরু করি। পলিটিক্যাল, বিনোদন, লাইফ স্টাইল, আন্তর্জাতিক খবর ইত্যাদি বিভিন্ন বিষয়ে আমার লেখার অভিজ্ঞতা রয়েছে।