পহেলগামে জঙ্গি হামলার পর একের পর এক কড়া পদক্ষেপ নিচ্ছে ভারত। দেশের মাটিতে পর্যটকদের উপর এই বর্বরোচিত হামলার পর আর কোনওরকম সহনশীলতার জায়গায় থাকতে রাজি নয় কেন্দ্র।
প্রথমেই বাতিল করা হয় সিন্ধু জলচুক্তি। এরপর পাকিস্তানি নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ। এবার বাণিজ্যের ময়দানেও কড়া বার্তা দিল দিল্লি। জানিয়ে দেওয়া হয়েছে—পাকিস্তান থেকে কোনও পণ্য, সরাসরি বা পরোক্ষভাবে, আর ভারতীয় বাজারে প্রবেশ করতে পারবে না।
এই সিদ্ধান্ত শুধুমাত্র আর্থিক নয়, বরং এর মাধ্যমে কূটনৈতিক স্তরেও স্পষ্ট বার্তা পাঠানো হল ইসলামাবাদকে। শান্তিপূর্ণ সহাবস্থানের কথা বললেও, একের পর এক জঙ্গি হামলার জেরে ভারতের ধৈর্য ফুরিয়ে গিয়েছে—এবার জবাব দেওয়া হবে প্রতিটা স্তরে, প্রতিটা ভাষায়।
আরোও পড়ুনঃ পহেলগাঁও হামলায় হামাসের যোগ? ভারতীয় গোয়েন্দা সূত্রে নতুন রহস্য উন্মোচিত
বিশেষজ্ঞদের মতে, ভারত এখন কেবল সীমান্তে নয়, কূটনৈতিক এবং অর্থনৈতিকভাবেও চাপ সৃষ্টি করে পাকিস্তানকে কোণঠাসা করতে চাইছে। পরিস্থিতি যেদিকে এগোচ্ছে, তাতে স্পষ্ট—এই সংঘাত এখন শুধু কথার লড়াইয়ে সীমাবদ্ধ থাকবে না।