ভারতের সামরিক অভিযানের পাশে এবার সরাসরি দাঁড়িয়ে গেল বালোচিস্তানের স্বাধীনতাকামী মানুষজন। মুখে মাস্ক, হাতে ব্যানার—পোস্টারে লেখা, “সংহতির কোনও সীমানা হয় না”, “ভারত-বালোচিস্তান ঐক্যবদ্ধ”। ইতিমধ্যে এমনই একাধিক ছবি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।
বালোচ কবির বার্তা—“স্বাধীনতার দাবিতে ভারতের পাশে বালোচরা”
বালোচ কবি মির ইয়ার বালোচ জানিয়েছেন, “এই পোস্টারগুলো ইতিহাস তৈরি করেছে। পাকিস্তানের আগ্রাসনের বিরুদ্ধে বালোচরা আবারও জেগে উঠেছে।” তাঁর দাবি, ১৪০ কোটির ভারতবাসীকে পাশে পেয়ে বালোচরা সাহস পাচ্ছে।
রাষ্ট্রসংঘে স্বীকৃতির দাবি, স্বাধীনতার পথে এগোচ্ছে বালোচিস্তান?
৯ মে রাষ্ট্রসংঘের কাছে বালোচ বিপ্লবীরা দাবি জানিয়েছে—তাদের রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া হোক। এরপর থেকেই পরিস্থিতি উত্তপ্ত। পোস্টার ও প্রতিবাদে স্পষ্ট, বালোচরা আর পাকিস্তানের অধীনে থাকতে চায় না।
চিনের ভূমিকা নিয়েও অভিযোগ
মির ইয়ার বালোচ আরও বলেন, “চিন পাকিস্তানকে সমর্থন করছে। কিন্তু বালোচিস্তানের জনগণ ভারতের পাশে আছে। পাকিস্তানের শাসন মেনে নেয়নি, আর নেবে না।”