ওয়াশিংটন থেকে উঠে এল এমন এক চাঞ্চল্যকর মন্তব্য, যা নতুন করে উত্তাপ ছড়াল ভারত-পাকিস্তান দ্বন্দ্বে। আমেরিকার প্রাক্তন কূটনীতিক এবং পেন্টাগনের প্রাক্তন আধিকারিক মাইকেল রুবিন সাফ জানালেন—“পাকিস্তান ভারতের প্রত্যাঘাতের পর এমনভাবে পালিয়েছে, যেন ভয়ে কাঁপতে কাঁপতে কুকুরের মতো দৌড়েছে যুদ্ধবিরতির জন্য!”
সম্প্রতি ‘অপারেশন সিঁদুর’-এর মাধ্যমে ভারত মাত্র তিন ঘণ্টার মধ্যে পাকিস্তানের ১১টি সামরিক ঘাঁটি গুঁড়িয়ে দেয়। এই অভিযানে লস্কর, জইশ-সহ একাধিক জঙ্গি সংগঠনের ট্রেনিং ক্যাম্প ও হেডকোয়ার্টারও ধ্বংস হয়।
ভারত সামরিক এবং কূটনৈতিক—দু’দিক থেকেই জিতেছে
রুবিনের মতে, এই সংঘাতে ভারত দ্বিমুখী জয় পেয়েছে। কূটনৈতিকভাবে ভারতের জয় এসেছে এই কারণে যে এখন আন্তর্জাতিক নজর সম্পূর্ণভাবে পাকিস্তানের সন্ত্রাসবাদে মদতের দিকেই। তিনি বলেন, “জঙ্গিদের শেষকৃত্যে পাকিস্তানি সেনার পোশাকে অফিসারদের অংশগ্রহণই প্রমাণ করে দেয়, জঙ্গি আর আইএসআই-এর মধ্যে আসলে কোনও ফারাক নেই।”
পাকিস্তান যুদ্ধ শুরু করে, তারপর হেরে গুটিয়ে যায়
রুবিন আরও বলেন, “পাকিস্তানই যুদ্ধ শুরু করে আর শেষ হয় ভারতের হাতে। এবারও ব্যতিক্রম হয়নি। নিজেদের সামরিক পরাজয় মেনে নেওয়া পাকিস্তানের পক্ষে অসম্ভব হয়ে পড়েছে।”
পাকিস্তান দেশের ক্যান্সার
সবচেয়ে বিস্ফোরক মন্তব্যটি আসে শেষদিকে। রুবিন বলেন, “পাকিস্তানি সেনা সমাজ তথা দেশেরও ক্যান্সার। ওরা শুধু অযোগ্য নয়, নিজেদের দেশকেও পিছিয়ে দিচ্ছে। এখন প্রশ্ন উঠেছে, পাক সেনাপ্রধান আসিম মুনির আদৌ নিজের পদে টিকে থাকতে পারবেন কি না।”
শেষে তিনি স্পষ্ট জানান, “এই যুদ্ধ ভারতের আধিপত্য কায়েম করেছে। কূটনৈতিক মঞ্চে ভারত আজ যেভাবে আলোচনার রূপরেখা বদলে দিচ্ছে, তা ঐতিহাসিক।”