সিন্ধু নদী জলচুক্তিকে কেন্দ্র করে ফের একবার উত্তপ্ত হল ভারত-পাকিস্তান সম্পর্ক। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী সম্প্রতি স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যদি ভারত সিন্ধুর জলের পথে কোনও রকমের বাধা তৈরি করে বা নির্মাণ কাজ চালায়, তাহলে তা গুঁড়িয়ে দেওয়া হবে।
প্রতিরক্ষামন্ত্রীর এই মন্তব্যে দুই দেশের মধ্যে কূটনৈতিক টানাপোড়েন আরও বাড়তে পারে বলেই মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। তাঁর দাবি, সিন্ধু চুক্তি ভঙ্গ করে ভারত যদি জলপ্রবাহ আটকে রাখে, তবে পাকিস্তান চুপ করে বসে থাকবে না।
আরোও পড়ুনঃ আলোচনার বদলে আকাশসীমা বন্ধ! কোথায় যাচ্ছে ভারত-পাকিস্তান সম্পর্ক?
উল্লেখ্য, গত ২২শে এপ্রিল পাহেলগাঁওয়ে পাকিস্তানি জঙ্গি হামলায় ২৬ জন ভারতীয় পর্যটক মারা গিয়েছে। এই ঘটনায় পাকিস্তানের উপর ক্ষোভে ফেটে পড়েছে গোটা দেশ। পাকিস্তানকে এই হামলার জবাব দিতে ইতিমধ্যে পাকিস্তানের সাথে একাধিক চুক্তি বাতিল করেছে ভারত, যার মধ্যে অন্যতম হলো সিন্ধু নদীর জল চুক্তি।