সম্প্রতি এক যৌথ ঘোষণায় ভারত ও যুক্তরাজ্যের মধ্যে দুটি গুরুত্বপূর্ণ চুক্তির কথা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। এর মধ্যে রয়েছে India-UK Free Trade Agreement এবং Double Contribution Convention। এই ঘোষণার পরই দুই দেশের সম্পর্ক আরও দৃঢ় ও ঘনিষ্ঠ হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
আরও ঘনিষ্ঠ হবে দুই দেশের সম্পর্ক
প্রধানমন্ত্রীর দপ্তর থেকে জানানো হয়েছে, এই দুই চুক্তির ফলে ভারত-যুক্তরাজ্যের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব আরও মজবুত হবে। এতে শুধু ব্যবসায়িক সুযোগ বাড়বে না, পাশাপাশি উদ্ভাবনী উদ্যোগ, কর্মসংস্থানের নতুন পথ এবং দক্ষ জনবল তৈরির দিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হবে।
বাড়বে পণ্য ও পেশাদারদের চলাচল
চুক্তির ফলে দু’দেশের মধ্যে পণ্যের আদান-প্রদান আগের তুলনায় আরও সহজ হবে। বাড়বে বিনিয়োগের সম্ভাবনা, প্রযুক্তিগত সহযোগিতাও আরও শক্তিশালী হবে। একইসঙ্গে যেসব ছাত্রছাত্রী ও পেশাদার যুক্তরাজ্যে পড়াশোনা বা কাজের জন্য যেতে চান, তাঁদের জন্যও এই চুক্তি বিশেষ সুবিধা এনে দিতে পারে বলে আশা করছেন সংশ্লিষ্ট মহল।
কী বলছেন বিশেষজ্ঞরা?
বিশেষজ্ঞদের মতে, শুধু এখন নয়—এই চুক্তির প্রভাব আগামী দিনে আরও বেশি করে দেখা যাবে। বাণিজ্যিক সম্পর্ক যেমন এক নতুন উচ্চতায় উঠবে, তেমনই দুই দেশের মধ্যে পারস্পরিক নির্ভরশীলতা ও সহযোগিতার ভিত্তিও আরও শক্তপোক্ত হবে।
Prime Minister Modi and Prime Minister Starmer welcome the conclusion of a mutually beneficial India-UK Free Trade Agreement and the Double Contribution Convention. The two leaders describe it a historic milestone in bilateral Comprehensive Strategic Partnership. The Agreements… pic.twitter.com/mwoQENyRzV
— ANI (@ANI) May 6, 2025