‘অপারেশন সিঁদুর’-এর সাফল্যের পর একদিনও পেরোয়নি, তার মধ্যেই আবার শুরু যুদ্ধ। বৃহস্পতিবার ফের একবার জম্মু-কাশ্মীর সীমান্তে হামলার চেষ্টা চালায় পাকিস্তান। লক্ষ্য ছিল ভারতীয় এলাকায় ঢুকে ধ্বংসাত্মক পরিকল্পনা বাস্তবায়ন করা। কিন্তু ভারতীয় বায়ুসেনার তৎপরতায় মুহূর্তের মধ্যে ভেস্তে যায় পাকিস্তানের এই চেষ্টা।
চীন থেকে কেনা JF-17 দিয়েই হামলার পরিকল্পনা
জানা গেছে, পাকিস্তান এই হামলার জন্য ব্যবহার করেছিল তাদের বহুল প্রচারিত চীন থেকে কেনা যুদ্ধবিমান JF-17। বহুদিন ধরেই পাকিস্তান এই বিমানকে নিজেদের অন্যতম আধুনিক যুদ্ধাস্ত্র বলে দাবি করে আসছিল। কিন্তু বাস্তবে, ভারতের আকাশসীমায় প্রবেশ করতেই মুখ থুবড়ে পড়ে তাদের পরিকল্পনা।
পাল্টা জবাবে ধ্বংস পাকিস্তানের যুদ্ধবিমান ও ড্রোন
ভারতীয় বায়ুসেনার দ্রুত এবং নিখুঁত পাল্টা হামলায় পাকিস্তানের দুটি JF-17 বিমান সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। শুধু তাই নয়, দুটি পাকিস্তানি ড্রোনও গুঁড়িয়ে দেওয়া হয়েছে। সেনা সূত্রে জানা গেছে, এই আক্রমণের চেষ্টা পুরোপুরি ব্যর্থ করে দেওয়া হয়েছে।
সতর্কতায় সীমান্তে কড়া নজরদারি
এই ঘটনার পর জম্মু-কাশ্মীর সীমান্তে আরও বেশি কড়া নজরদারি শুরু করেছে ভারতীয় সেনাবাহিনী। বাড়ানো হয়েছে নজরদারি ড্রোনের সংখ্যা। প্রতিটি সীমান্ত চৌকিতে সেনা অবস্থান জোরদার করা হয়েছে যাতে কোনো রকম অনুপ্রবেশের চেষ্টা আগেভাগেই রুখে দেওয়া যায়।