TRENDS
হঠাৎ বৃষ্টিতে ভিজে গেল ল্যাপটপ? কী করবেন এখনই জেনে নিন
সাধ্যের মধ্যে সাশ্রয়ী বাইক খুজছেন! রইল ১ লাখের কমে সেরা কিছু সন্ধান

পাকিস্তানকে ‘ভিক্ষুক রাষ্ট্র’ বলছে সৌদি? ৫ হাজার জনকে ফেরত, বিশ্বজুড়ে হাসির খোরাক পাকিস্তান!

ভিক্ষা করতে গিয়ে সৌদি আরবে ধরা পড়েছে হাজার হাজার পাকিস্তানি। ১৬ মাসে ৫ হাজার ৩৩ জনকে দেশে ফেরত পাঠাল সৌদি আরব। পাকিস্তানের সম্মান নিয়ে আন্তর্জাতিক মহলে উঠছে তীব্র প্রশ্ন।

Debapriya Nandi Sarkar

ভারতের সঙ্গে সামরিক এবং কূটনৈতিক টানাপোড়েনের মধ্যেই এবার সৌদি আরবের ধাক্কা খেল পাকিস্তান। গত ১৬ মাসে সৌদি আরব পাকিস্তানের ৫ হাজার ৩৩ জন নাগরিককে দেশে ফেরত পাঠিয়েছে। সকলেই সৌদি আরবে গিয়ে ভিক্ষাবৃত্তিতে জড়িয়ে পড়েছিলেন। এই ঘটনাকে কেন্দ্র করে এখন আন্তর্জাতিক মহলে পাকিস্তানের ভাবমূর্তি নিয়ে প্রশ্ন উঠেছে।

Advertisements
Whatsapp-color Created with Sketch. গুরুত্বপূর্ণ খবর পেতে এখনই যুক্ত হোন 👉🏻
Join Now

ভিক্ষার অভিযোগে গ্রেফতার পাকিস্তানিরা!

পাক সংবাদমাধ্যম ডন-এর একটি প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের সংসদে পিপিপি (পাকিস্তান পিপলস পার্টি)-র সাংসদ সেহার কামরান একটি লিখিত প্রশ্ন উত্থাপন করেন। তার উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি জানান, শুধু সৌদি নয়, ইরাক, কাতার, ওমান, মালয়েশিয়া, এবং সংযুক্ত আরব আমিরাত থেকেও মোট ৫,৪০২ জন পাকিস্তানিকে ফেরত পাঠানো হয়েছে। তাদের মধ্যে বহুজনকে স্থানীয় প্রশাসন গ্রেফতারও করেছে ভিক্ষাবৃত্তির অভিযোগে।

সবচেয়ে বেশি ভিক্ষুক ফেরত সিন্ধু প্রদেশ থেকে

সরকারি রিপোর্ট বলছে, ফেরত পাঠানোদের মধ্যে ২৭৯৫ জনই পাকিস্তানের সিন্ধু প্রদেশের বাসিন্দা। এরপর রয়েছে পঞ্জাব (১৪৩৭ জন), খাইবার পাখতুনখোয়া (১০২০ জন), বেলুচিস্তান (১২৫ জন), আজাদ কাশ্মীর (৩৩ জন) ও ইসলামাবাদ (১০ জন)। এই সংখ্যা থেকে পরিষ্কার, পাকিস্তানের ভেতরেই একটা বিশাল অংশের মানুষ জীবিকা নির্বাহের জন্য ভিনদেশে গিয়ে ভিক্ষাবৃত্তির মতো অবৈধ ও অপমানজনক পেশায় জড়িয়ে পড়ছেন।

Whatsapp-color Created with Sketch. সেরা খবরগুলো মোবাইলে পেতে এখনই যুক্ত হোন👉🏻
Join Now

২০২৪ সালেই ফেরত ৪৮৫০ জন!

পরিসংখ্যান বলছে, শুধু ২০২৪ সালেই ৪৮৫০ জন পাকিস্তানিকে ফেরত পাঠানো হয়। আর ২০২৫ সালের জানুয়ারি থেকে এখন পর্যন্ত দেশে ফিরেছেন আরও ৫৫২ জন।

বিশ্বজুড়ে নিন্দার ঝড়, পাকিস্তানের লজ্জার অধ্যায়

এই ঘটনাকে কেন্দ্র করে পাকিস্তান এখন আন্তর্জাতিক হাসির খোরাক। সোশ্যাল মিডিয়া থেকে আন্তর্জাতিক গণমাধ্যম—সব জায়গাতেই চলছে সমালোচনা। অনেকেই বলছেন, “পেট চালাতে সৌদি যায়, কিন্তু ভিক্ষা করে ধরা পড়ে!”—এই ধরনের ট্রল পোস্ট ভাইরাল হচ্ছে পাকিস্তানের নাম জুড়ে।

বিশেষজ্ঞদের মতে, পাকিস্তানের অর্থনৈতিক দুর্দশা এমন জায়গায় পৌঁছেছে যে, দেশের গরিব জনগণ ভিক্ষা করতে বাধ্য হচ্ছেন। আগামী দিনে পাকিস্তানের কি অবস্থা হয় এখন সেটাই দেখার।

About Author
Debapriya Nandi Sarkar
Debapriya Nandi Sarkar

আমি দেবপ্রিয়া নন্দী সরকার। ২০১৮ তে পলিটিক্যাল সাইন্স অনার্স নিয়ে বঙ্গবাসী কলেজ থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি। তারপর ২০১৯ থেকে আমি কনটেন্ট রাইটার হিসেবে কাজ শুরু করি। পলিটিক্যাল, বিনোদন, লাইফ স্টাইল, আন্তর্জাতিক খবর ইত্যাদি বিভিন্ন বিষয়ে আমার লেখার অভিজ্ঞতা রয়েছে।