TRENDS
হঠাৎ বৃষ্টিতে ভিজে গেল ল্যাপটপ? কী করবেন এখনই জেনে নিন
সাধ্যের মধ্যে সাশ্রয়ী বাইক খুজছেন! রইল ১ লাখের কমে সেরা কিছু সন্ধান

ভারত-পাকিস্তান দ্বন্দ্বে নতুন আতঙ্ক: এবার সাইবার হামলা!

ভারত-পাকিস্তান উত্তেজনার মাঝে সাইবার হামলার হুমকি বাড়ছে। কীভাবে নিজেকে সুরক্ষিত রাখবেন, কী করবেন আর কী একদমই করবেন না—সব বিস্তারিত জানুন পুলিশের পরামর্শে।

Debapriya Nandi Sarkar

পহেলগাঁও হামলার পর ভারত-পাকিস্তানের মধ্যে চলতে থাকা উত্তেজনার জেরে এবার আশঙ্কা দেখা দিয়েছে সাইবার হামলার। সীমান্তে শুধু বন্দুক নয়, এবার ভার্চুয়াল জগতে শুরু হয়েছে লড়াই। পাকিস্তান থেকে ভারতে হ্যাকিংয়ের চেষ্টা শুরু হয়ে গেছে বলেই জানাচ্ছেন নিরাপত্তা কর্তারা।

Advertisements
Whatsapp-color Created with Sketch. গুরুত্বপূর্ণ খবর পেতে এখনই যুক্ত হোন 👉🏻
Join Now

ভুয়ো লিঙ্কে ক্লিক? হারাতে পারেন সব তথ্য

সোশ্যাল মিডিয়ায় এখনই সাবধান হওয়ার সময়। অপরিচিত নম্বর থেকে আসা হোয়াটসঅ্যাপ মেসেজ বা ফেসবুক ইনবক্সে ভুয়ো লিঙ্ক পাঠিয়ে সাধারণ মানুষকে ফাঁদে ফেলছে হ্যাকাররা। সেই লিঙ্কে ক্লিক করলেই ফোনে ঢুকে পড়ছে ম্যালওয়্যার। মুহূর্তেই চলে যাচ্ছে ব্যক্তিগত ছবি, ভিডিও, এমনকি ব্যাংকের তথ্যও।

এসপি-র সতর্কবার্তা: এই নিয়মগুলো এখনই মানুন

সাইবার হামলা থেকে কিভাবে বাঁচা সম্ভব তা সিরোহির পুলিশ সুপার অনিল কুমার বেনিওয়াল পরিষ্কার জানিয়ে দিয়েছেন। নিম্নে সেগুলো উল্লেখ করে দেওয়া হলো—

Whatsapp-color Created with Sketch. সেরা খবরগুলো মোবাইলে পেতে এখনই যুক্ত হোন👉🏻
Join Now

১. অপরিচিত কোনও লিঙ্কে ক্লিক করবেন না।

২. ফেসবুক বা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ‘প্রাইভেট’ করে দিন।

৩. ফোনে অচেনা .apk বা .exe ফাইল ডাউনলোড করবেন না।

৪. কেউ যদি সেনাবাহিনীর গতিবিধি সংক্রান্ত কোনও তথ্য জানতে চায়, সঙ্গে সঙ্গে রিপোর্ট করুন।

৫. মাল্টি লেয়ার অথেন্টিকেশন (2FA) চালু রাখুন, পাসওয়ার্ড যেন সহজে হ্যাক না হয়।

আপনার অ্যাকাউন্ট থেকে ছড়াতে পারে মিথ্যে তথ্য!

সবচেয়ে বিপজ্জনক দিক হলো—আপনার অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেলে তা ব্যবহার করে ছড়ানো হতে পারে দেশের বিরুদ্ধে মিথ্যে তথ্য। ভাবুন তো, আপনি না জেনেই হয়ে উঠছেন এক বড় ষড়যন্ত্রের অংশ! তাই এখন থেকেই সতর্ক না হলে সামনে ভয়াবহ বিপদ।

উল্লেখ্য, ভারত-পাকিস্তান দ্বন্দ্ব এখন আর শুধু সীমান্তে সীমাবদ্ধ নেই। সাইবার দুনিয়ায় যুদ্ধের নতুন রূপ নিতে চলেছে এই সংঘর্ষ। আর সেই যুদ্ধে আপনি নিজের অজান্তে হয়ে শিকার যেতে পারেন। শুধু তাই নয়, উপরে উল্লেখিত নিয়মগুলি না মানলে আপনি হতে যেতে পারেন প্রথম টার্গেট। তাই সময় থাকতে সাবধান হোন, তথ্য সুরক্ষিত রাখুন।

About Author
Debapriya Nandi Sarkar
Debapriya Nandi Sarkar

আমি দেবপ্রিয়া নন্দী সরকার। ২০১৮ তে পলিটিক্যাল সাইন্স অনার্স নিয়ে বঙ্গবাসী কলেজ থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি। তারপর ২০১৯ থেকে আমি কনটেন্ট রাইটার হিসেবে কাজ শুরু করি। পলিটিক্যাল, বিনোদন, লাইফ স্টাইল, আন্তর্জাতিক খবর ইত্যাদি বিভিন্ন বিষয়ে আমার লেখার অভিজ্ঞতা রয়েছে।