গভীর সংকটে পাকিস্তান। যুদ্ধ পরিস্থিতির জেরে দেশের একাধিক পরিকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। শত্রুপক্ষের লাগাতার আঘাতে দেশের অভ্যন্তরীণ অর্থনীতি ধাক্কা খেয়েছে বলে জানিয়েছে পাকিস্তানের অর্থনৈতিক বিষয়ক বিভাগ (EAD)।
ঋণের আবেদন আন্তর্জাতিক মঞ্চে
এই অবস্থায় আন্তর্জাতিক অংশীদারদের কাছে ঋণের আবেদন জানিয়েছে ইসলামাবাদ। পাকিস্তানের অর্থনৈতিক বিষয়ক মন্ত্রণালয় তাদের সরকারি টুইটার হ্যান্ডলে স্পষ্ট করে বলেছে, “শত্রুর হামলায় দেশের ক্ষতি হয়েছে প্রচুর। যুদ্ধ পরিস্থিতি এবং শেয়ার বাজারে লাগাতার ধসের মধ্যে আমরা আন্তর্জাতিক সহযোগিতা চেয়ে ঋণের আবেদন করছি।”
জনগণকে শান্ত থাকার বার্তা
সরকার দেশবাসীকে ধৈর্য ধরতে বলেছে। তারা জানিয়েছে, পরিস্থিতি শান্ত রাখতে এবং দেশকে স্থিতিশীল রাখতে আন্তর্জাতিক সহযোগিতার চেষ্টা চলছে। সেই সঙ্গে দেশবাসীকে শান্ত ও অবিচল থাকার আহ্বান জানানো হয়েছে। এই মুহূর্তে পাকিস্তানের সামরিক চাপের পাশাপাশি অর্থনৈতিক দুরবস্থাও সামনে চলে এসেছে। পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, এখন সেটাই দেখার।
বিঃদ্রঃ পাকিস্তান সরকারের অর্থনৈতিক বিষয়ক দফতর (Economic Affairs Division) –এর অফিসিয়াল X (আগের টুইটার) হ্যান্ডেল থেকে সম্প্রতি এই খবরটি প্রকাশিত হয়েছে। কিন্তু পাকিস্তান দাবি করেছে তাদের একাউন্টটি হ্যাক করা হয়েছে। যদিও এই প্রসঙ্গে নেটিজেনদের একাংশের দাবি, পাকিস্তান ইচ্ছাকৃতভাবেই হ্যাকিংয়ের অভিযোগ এনে আসল তথ্য চাপা দেওয়ার চেষ্টা করছে। অনেকেই বলছেন, যুদ্ধ পরিস্থিতির জেরে আর্থিক চাপ বাড়ছে, সেই প্রেক্ষিতে এমন পোস্ট আসাটা অস্বাভাবিক নয়। জানিয়ে রাখি, এখনো পর্যন্ত ‘IndiaHint‘ এই খবরের কোন সত্যতা যাচাই করেনি।
Pakistan’s Ministry of Information and Broadcasting claims that the ‘X’ account of the govt’s Ministry of Economic Affairs, Economic Affairs Division was hacked https://t.co/SQbnZ8QJjj pic.twitter.com/wwBpynQhR7
— ANI (@ANI) May 9, 2025