TRENDS
হঠাৎ বৃষ্টিতে ভিজে গেল ল্যাপটপ? কী করবেন এখনই জেনে নিন
সাধ্যের মধ্যে সাশ্রয়ী বাইক খুজছেন! রইল ১ লাখের কমে সেরা কিছু সন্ধান

যুক্তরাষ্ট্রের গ্যাংস্টারের যোগ সূত্র মিলল ভারতে! কোন বড়সড়ো কিছু হতে চলেছে কি?

পাঞ্জাবের অ্যামৃতসর রুরাল পুলিশ তরনতারনের তিন যুবককে গ্রেপ্তার করেছে। ধৃতদের আন্তর্জাতিক গ্যাংস্টারের সঙ্গে যোগসূত্র ছিল।

Debapriya Nandi Sarkar

পাঞ্জাবের অ্যামৃতসর রুরাল পুলিশের হাতে ধরা পড়েছে তরনতারনের তিন যুবক, যাদের বিরুদ্ধে উঠেছে ভয়ঙ্কর অভিযোগ। ধৃতদের নাম বিজয় মাসীহ, অগ্রেজ সিং এবং ইকবাল সিং। এরা প্রত্যেকেই তরনতারনের বাসিন্দা এবং যুক্তরাজ্য-ভিত্তিক কুখ্যাত গ্যাংস্টার ধর্মপ্রীত সিং ওরফে ধর্মা সন্দু এবং জাসসা পাত্তির ঘনিষ্ঠ সহযোগী বলেই জানিয়েছে পুলিশ।

Advertisements
Whatsapp-color Created with Sketch. গুরুত্বপূর্ণ খবর পেতে এখনই যুক্ত হোন 👉🏻
Join Now

পুলিশি অভিযানে মিলল গোপন অস্ত্রভাণ্ডার

গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ যখন অভিযান চালায়, তখন ধৃতদের কাছ থেকে পাওয়া যায় ৩টি গ্লক পিস্তল, ৩টি বেরেটা ৩০ বোর পিস্তল, ২০টি ৯ এমএম গুলির কার্তুজ এবং ২০টি ৩০ বোরের কার্তুজ। শুধু তাই নয়, আরও উদ্ধার হয়েছে ৪টি মোবাইল ফোন এবং একটি স্কুটার, যা এই অপারেশনের কাজে ব্যবহৃত হত বলে অনুমান করা হচ্ছে।

আন্তর্জাতিক গ্যাংস্টারদের সঙ্গে সক্রিয় যোগাযোগ

এই গ্রেপ্তারির পর এক বিবৃতিতে পাঞ্জাব পুলিশের ডিজি গৌরব যাদব বলেন, “ধৃতরা আন্তর্জাতিক অস্ত্র পাচার চক্রের সঙ্গে সক্রিয় যোগাযোগ রেখে চলছিল। এরা শুধু দেশীয় নয়, বিদেশি গ্যাংস্টারদের সঙ্গেও নিয়মিত যোগাযোগ রাখত এবং বেআইনি অস্ত্রের চলাচলে জড়িত ছিল।”

Whatsapp-color Created with Sketch. সেরা খবরগুলো মোবাইলে পেতে এখনই যুক্ত হোন👉🏻
Join Now

তদন্তে আরও জানা গেছে, এরা বেশ কিছুদিন ধরেই পাঞ্জাব-সহ আশপাশের রাজ্যে অবৈধ অস্ত্র সরবরাহ করছিল। এদের পিছনে আরও কেউ আছে কি না, কিংবা বড়সড় কোনো ষড়যন্ত্র চলছে কি না, তা খতিয়ে দেখতে ইতিমধ্যেই তদন্তে নেমেছে রাজ্য গোয়েন্দা বিভাগ।

স্থানীয়দের মধ্যে চাঞ্চল্য, নিরাপত্তা জোরদার

এই ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। অনেকেই অবাক যে, এত বড়সড় চক্রের সঙ্গে যুক্ত যুবকেরা এতদিন ধরা না পড়ে কীভাবে ঘুরে বেড়াচ্ছিল। পুলিশ আশ্বস্ত করেছে, কারো কাছে যদি কোনও সন্দেহজনক তথ্য থাকে, তাহলে তা জানাতে পিছপা না হতে—পরিচয় গোপন রাখা হবে। এখন দেখার, এই তিনজনের সূত্র ধরে আরও কতজন ধরা পড়ে এবং আন্তর্জাতিক চক্রের জাল কতটা বিস্তৃত।