পহেলগাঁওয়ে জঙ্গি হামলার ঘটনার জেরে আরও এক বন্ধু দেশের সমর্থন পেল ভারত। এবার সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করলেন রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন।
রুশ প্রেসিডেন্ট এই হামলার তীব্র নিন্দা করে নিহত নিরীহ মানুষদের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, পুতিন জানিয়েছেন এই বর্বরোচিত হামলার জন্য যারা দায়ী, তাদের কঠোর শাস্তির আওতায় আনা উচিত।
সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের পাশে মস্কো
পুতিন স্পষ্ট জানিয়ে দিয়েছেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের লড়াইয়ে রাশিয়া পুরোপুরি পাশে রয়েছে। মোদী-পুতিন এই ফোনালাপে দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়েও আলোচনা করেন। দুই নেতাই ভারত-রাশিয়ার কৌশলগত অংশীদারিত্ব আরও গভীর করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন।
বার্ষিক শীর্ষ সম্মেলনের আমন্ত্রণ
এদিন প্রধানমন্ত্রী মোদী বিজয় দিবসের ৮০তম বার্ষিকীতে পুতিনকে শুভেচ্ছা জানান। সেইসঙ্গে বছর শেষে ভারতে আয়োজিত বার্ষিক শীর্ষ সম্মেলনে অংশ নিতে রুশ প্রেসিডেন্টকে আমন্ত্রণ জানান তিনি।
এই ঘটনায় মোদী সরকারের প্রতি আন্তর্জাতিক সমর্থনের যে ধারা তৈরি হয়েছে, তাতে কূটনৈতিক স্তরেও ভারতের অবস্থান শক্ত হচ্ছে বলেই মনে করছেন বিশ্লেষকরা।