বিখ্যাত আলকাত্রাজ জেলখানাকে আবার চালু করার কথা ভাবছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর মতে, “এটি শুধুমাত্র একটি কারাগার নয়, বরং আইন-শৃঙ্খলার শক্ত প্রতীক হিসেবে পরিচিত।”
ট্রাম্পের বক্তব্য
সম্প্রতি একটি হোয়াইট হাউস ইভেন্টে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন, “এই জেলখানায় একসময় বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর অপরাধীরা বন্দি থাকতেন। ওখান থেকে পালানো প্রায় অসম্ভব ছিল।” তিনি আরও জানান, “আমাদের দেশে এখন অপরাধ যেভাবে বাড়ছে, তাতে এর মতো একটা শক্ত জায়গার দরকার।”
ইতিহাস বলছে অন্য কথা
যদিও বাস্তব চিত্রটা কিছুটা অন্যরকম। ইতিহাস ঘাটলে জানা যায়, ১৯৬২ সালে আলকাত্রাজ থেকে তিনজন বন্দি পালিয়ে গিয়েছিলেন। তারা কোনওদিন ধরা পড়েননি। এরপর ১৯৬৩ সালে খরচ বেশি হওয়ার কারণে এই জেল বন্ধ করে দেওয়া হয়। বর্তমানে এটি পর্যটকদের জন্য একটি জাদুঘর হিসেবে ব্যবহার হয়।
ভবিষ্যতের পরিকল্পনা
ট্রাম্প জানান, “এই জায়গাটা এখন পড়ে পড়ে নষ্ট হচ্ছে। আমি চাই, এটিকে নতুন করে তৈরি করে আবার চালু করা হোক। এটা আইন, শৃঙ্খলা আর ন্যায়বিচারের প্রতীক হয়ে উঠবে।”