TRENDS
হঠাৎ বৃষ্টিতে ভিজে গেল ল্যাপটপ? কী করবেন এখনই জেনে নিন
সাধ্যের মধ্যে সাশ্রয়ী বাইক খুজছেন! রইল ১ লাখের কমে সেরা কিছু সন্ধান

Gold Rate : আজকের সোনার দরে হালকা পতন, কতো দাম কলকাতা-সহ অন্যান্য শহরে?

২৩ জুন ২০২৫ তারিখে ভারতের সোনার দরে প্রতি গ্রামে ₹১ হ্রাস পেয়েছে। ২৪ ক্যারেট সোনার নতুন দর ₹১০,০৭৪/গ্রাম। বিভিন্ন শহরে কেমন দাম এবং বিগত ১০ দিনের দরের ওঠানামা—সব তথ্য জেনে নিন এক ক্লিকে।

Debapriya Nandi Sarkar

Gold Rate : ভারতের বাজারে আজ, ২৩ জুন ২০২৫-এ সোনার দরে সামান্য পতন লক্ষ্য করা গিয়েছে। প্রতি গ্রামে এক টাকার করে হ্রাস হয়েছে ২৪ ক্যারেট, ২২ ক্যারেট এবং ১৮ ক্যারেট সোনার দরে। এই হালকা পতনের পর ২৪ ক্যারেট সোনার মূল্য দাঁড়িয়েছে প্রতি গ্রামে ₹১০,০৭৪, ২২ ক্যারেট ₹৯,২৩৪ এবং ১৮ ক্যারেট ₹৭,৫৫৫।

Advertisements
Whatsapp-color Created with Sketch. গুরুত্বপূর্ণ খবর পেতে এখনই যুক্ত হোন 👉🏻
Join Now

কোথায় কত দাম?

মুম্বই, কলকাতা, চেন্নাই, বেঙ্গালুরু ও হায়দরাবাদ— এই শহরগুলিতে ২৪ ক্যারেট সোনার দাম অভিন্ন রয়েছে ₹১০,০৭৪ প্রতি গ্রামে। তবে দিল্লিতে এই দরে সামান্য প্রিমিয়াম দেখা গিয়েছে, যেখানে ২৪ ক্যারেটের মূল্য দাঁড়িয়েছে ₹১০,০৮৯। একইভাবে, ১৮ ক্যারেট সোনার দাম কিছুটা অঞ্চলভেদে আলাদা হতে দেখা গিয়েছে। যেমন, চেন্নাইতে ১৮ ক্যারেট সোনার দাম প্রতি গ্রামে ₹৭,৫৯৯, যা অন্যান্য শহরের তুলনায় সামান্য বেশি।

বৃহৎ পরিমাণ কিনলে কত খরচ?

আজকের হিসাবে ২৪ ক্যারেট সোনার ১০০ গ্রাম কিনলে খরচ পড়বে ₹১০,০৭,৪০০, যা গতকালের তুলনায় ₹১০০ কম। ২২ ক্যারেটের ক্ষেত্রে ১০০ গ্রামে দাম দাঁড়াচ্ছে ₹৯,২৩,৪০০ এবং ১৮ ক্যারেটে ₹৭,৫৫,৫০০।

Whatsapp-color Created with Sketch. সেরা খবরগুলো মোবাইলে পেতে এখনই যুক্ত হোন👉🏻
Join Now

গত দশ দিনের ওঠানামা

সোনার দরে সাম্প্রতিক সময়ে যে অস্থিরতা দেখা গিয়েছে, তাও গুরুত্বপূর্ণ। গত দশ দিনে ২৪ ক্যারেট সোনার দাম ₹১০,০৪৮ থেকে ₹১০,১৬৮-র মধ্যে ওঠানামা করেছে। অপরদিকে, ২২ ক্যারেট সোনার দাম ছিল ₹৯,২১০ থেকে ₹৯,৩২০-র মধ্যে।

কর ছাড়াও অতিরিক্ত খরচ

উল্লেখযোগ্যভাবে, এই দরে সরকার নির্ধারিত জিএসটি, টি.সি.এস ও অন্যান্য স্থানীয় কর যুক্ত নয়। স্থানীয় জুয়েলারি দোকানগুলিতে এই অতিরিক্ত খরচ যুক্ত হয়ে চূড়ান্ত মূল্য নির্ধারিত হয়।

ভারতের সোনা বাজারে আজকের সূক্ষ্ম দামের পরিবর্তন বিনিয়োগকারীদের জন্য নজর রাখার বিষয়। হালকা দরপতন সত্ত্বেও সোনার বাজার স্থিতিশীলই বলা যায়, বিশেষ করে যখন ২৪ ক্যারেটের দর এখনও ₹১০,০০০-এর উপরে। আগামিদিনে আন্তর্জাতিক বাজারের গতিপ্রকৃতি ও স্থানীয় চাহিদা অনুসারে এই দরে পরিবর্তন আসতে পারে।

About Author
Debapriya Nandi Sarkar
Debapriya Nandi Sarkar

আমি দেবপ্রিয়া নন্দী সরকার। ২০১৮ তে পলিটিক্যাল সাইন্স অনার্স নিয়ে বঙ্গবাসী কলেজ থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি। তারপর ২০১৯ থেকে আমি কনটেন্ট রাইটার হিসেবে কাজ শুরু করি। পলিটিক্যাল, বিনোদন, লাইফ স্টাইল, আন্তর্জাতিক খবর ইত্যাদি বিভিন্ন বিষয়ে আমার লেখার অভিজ্ঞতা রয়েছে।