TRENDS
হঠাৎ বৃষ্টিতে ভিজে গেল ল্যাপটপ? কী করবেন এখনই জেনে নিন
সাধ্যের মধ্যে সাশ্রয়ী বাইক খুজছেন! রইল ১ লাখের কমে সেরা কিছু সন্ধান

কলকাতার রাস্তায় আজ তিরঙ্গার জোয়ার, দেশের সেনাদের শ্রদ্ধা জানাতে রাস্তায় নামবে বঙ্গ বিজেপি

আজ কলকাতায় অপারেশন সিঁদুরের গৌরব স্মরণে তিরঙ্গা যাত্রার আয়োজন করেছে বিজেপি। দেশের সেনাদের প্রতি শ্রদ্ধা জানাতে কলেজ স্কোয়্যার থেকে শ্যামবাজার পর্যন্ত পদযাত্রা হবে।

Debapriya Nandi Sarkar

ভারতীয় সামরিক বাহিনীর সফল ‘অপারেশন সিঁদুরে’ অভিযানের স্মরণে আজ শুক্রবার কলকাতায় বিশাল তিরঙ্গা যাত্রার আয়োজন করেছে বিজেপি। এই পদযাত্রার মাধ্যমে দেশের সেনাবাহিনীর সাহসিকতা ও দেশপ্রেমকে সম্মান জানানো হবে।

Advertisements
Whatsapp-color Created with Sketch. গুরুত্বপূর্ণ খবর পেতে এখনই যুক্ত হোন 👉🏻
Join Now

কলকাতার রাস্তায় জাতীয় পতাকার শোভা

আজ বিকেল থেকে কলকাতার কলেজ স্কোয়্যার থেকে শুরু হয়ে শ্যামবাজার পাঁচ মাথা মোড় পর্যন্ত এই তিরঙ্গা যাত্রা অনুষ্ঠিত হবে। শহরের মুখ্য রাস্তা দিয়ে বহুতল জাতীয় পতাকা বহন করে বিজেপির কর্মী ও নেতারা পদযাত্রা করবেন।

বঙ্গ বিজেপির শীর্ষ নেতারা থাকছেন উপস্থিত

এই যাত্রায় বঙ্গ বিজেপির অনেক গুরুত্বপূর্ণ নেতা অংশগ্রহণ করবেন। তারা সামরিক বাহিনীর সাহসিকতা নিয়ে নিজেদের সম্মান প্রদর্শন করবেন এবং দেশের ঐক্যবদ্ধ থাকার বার্তা দেবেন।

Whatsapp-color Created with Sketch. সেরা খবরগুলো মোবাইলে পেতে এখনই যুক্ত হোন👉🏻
Join Now

দেশপ্রেম ও সামরিক শক্তির প্রতি শ্রদ্ধা

অপারেশন সিঁদুরে অভিযান ভারতের সামরিক বাহিনীর এক সফল অভিযান হিসেবে পরিচিত। এই অভিযানে সেনারা গোপনে অপারেশন চালিয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্য সম্পন্ন করেছিল। বিজেপির এই তিরঙ্গা যাত্রার মাধ্যমে দেশজুড়ে সেনাদের প্রতি সম্মান জানানো হচ্ছে।

রাজনৈতিক মহলে বার্তা

রাজনীতির দিক থেকেও এই পদযাত্রা গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। দেশের সামরিক শক্তি ও ঐক্যের কথা সামনে এনে বিজেপি তাদের ভাবমূর্তি শক্তিশালী করতে চাইছে। তিরঙ্গা পতাকা নিয়ে এই পদযাত্রা সারা দেশে দেশপ্রেমী শক্তির উত্থানের প্রতীক হিসেবেও দেখা হচ্ছে।

উল্লেখ্য, এই পদযাত্রার মাধ্যমে বিজেপি স্পষ্ট করে দিতে চাইছে, তারা দেশের সামরিক বাহিনীর সাহসিকতা ও ত্যাগকে সর্বোচ্চ সম্মানে রাখে এবং সবসময় দেশের উন্নয়ন ও শক্তির পক্ষে তারা কাজ করবে। এই উদ্দেশ্যে অপারেশন সিঁদুরের সফলতাকে স্মরণ করে আজ কলকাতায় তিরঙ্গা যাত্রা, যা দেশের একতা ও সামরিক গৌরবের প্রতীক হয়ে উঠবে বলে মনে করা হচ্ছে।

About Author
Debapriya Nandi Sarkar
Debapriya Nandi Sarkar

আমি দেবপ্রিয়া নন্দী সরকার। ২০১৮ তে পলিটিক্যাল সাইন্স অনার্স নিয়ে বঙ্গবাসী কলেজ থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি। তারপর ২০১৯ থেকে আমি কনটেন্ট রাইটার হিসেবে কাজ শুরু করি। পলিটিক্যাল, বিনোদন, লাইফ স্টাইল, আন্তর্জাতিক খবর ইত্যাদি বিভিন্ন বিষয়ে আমার লেখার অভিজ্ঞতা রয়েছে।