গভীর রাতে দক্ষিণ ২৪ পরগনার সাতগাছিয়ার বিবিরহাটে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ধ্বংস হল একটি বড় কাঠের গুদাম ও আশপাশের বেশ কিছু বাড়ি। কাঠ, প্লাইউডের মতো দাহ্য জিনিস থাকায় আগুন ছড়িয়ে পড়ে আশপাশের বেশ কয়েকটি বাড়িতে। আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। আগুনের তাপে একের পর এক তিনটি গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ ঘটে। তীব্র আওয়াজে কেঁপে ওঠে গোটা এলাকা। আতঙ্কে ভেঙে পড়ে এলাকাবাসী।
কীভাবে আগুন? এখনও অজানা
ভোররাতে আগুন লাগে কাঠ ও প্লাইউডের গুদামে। গুদামে থাকা বৈদ্যুতিক তারের শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত বলে মনে করা হচ্ছে। তবে তা নিশ্চিত নয়। অত্যন্ত দাহ্য পদার্থ থাকায় মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে। আগুনের তাপে বিস্ফোরিত হয় তিনটি সিলিন্ডার। আশপাশের বেশ কয়েকটি বাড়ি আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয়রা জানান, ভোর তিনটে নাগাদ আগুন লাগে। তড়িঘড়ি খবর দেওয়া হয় পুলিশ ও দমকলকে।
দমকলের পাঁচটি ইঞ্জিন যুদ্ধকালীন তৎপরতায়
ফলতা, বেহালা সহ বিভিন্ন কেন্দ্র থেকে দমকলের পাঁচটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নেভানোর কাজ চালায়। কিন্তু আগুনের ব্যাপকতায় তা নিয়ন্ত্রণে আনতে দমকলকর্মীদের রীতিমতো বেগ পেতে হচ্ছে।
প্রায় কোটি টাকার ক্ষতি, হতাহতের খবর নেই
এই ঘটনায় এখনো পর্যন্ত কারও প্রাণহানির খবর নেই। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ বিশাল। দমকল সূত্রে জানা গিয়েছে, পুড়ে ছাই হয়েছে গুদামের সমস্ত মালপত্র। আশেপাশের যেসব বাড়িতে আগুন ছড়িয়ে পড়েছে, সেগুলোরও অনেক অংশ ক্ষতিগ্রস্ত। স্থানীয়দের অনুমান, মোট ক্ষয়ক্ষতির পরিমাণ কোটি টাকারও বেশি।