TRENDS
হঠাৎ বৃষ্টিতে ভিজে গেল ল্যাপটপ? কী করবেন এখনই জেনে নিন
সাধ্যের মধ্যে সাশ্রয়ী বাইক খুজছেন! রইল ১ লাখের কমে সেরা কিছু সন্ধান

অর্ধনগ্ন অবস্থায় পথে শিক্ষকেরা, নবান্নমুখী প্রতিবাদে চাঞ্চল্য কলকাতায়

শিয়ালদহ থেকে নবান্ন পর্যন্ত অর্ধনগ্ন মিছিলে উত্তাল কলকাতা। চাকরি বাতিল হওয়া শিক্ষকদের দাবি—নতুন পরীক্ষা নয়, চাকরি ফেরানো হোক পুরনো নিয়োগেই।

Debapriya Nandi Sarkar

রাজ্যজুড়ে নিয়োগ দুর্নীতি এবং চাকরি বাতিলের প্রতিবাদে ফের উত্তাল শহর কলকাতা। শুক্রবার সকালে ‘যোগ্য শিক্ষক-শিক্ষিকা অধিকার মঞ্চ’-এর সদস্যরা শিয়ালদহ থেকে শুরু করলেন এক অভিনব এবং নজরকাড়া মিছিল—অর্ধনগ্ন অবস্থায়। লক্ষ্য একটাই—নবান্ন।

Advertisements
Whatsapp-color Created with Sketch. গুরুত্বপূর্ণ খবর পেতে এখনই যুক্ত হোন 👉🏻
Join Now

‘পরীক্ষা নয়, ন্যায় চাই’- দাবি চাকরিহারাদের 

মিছিলে অংশগ্রহণকারীরা জানিয়েছেন, তাঁরা নতুন করে কোনও পরীক্ষায় বসতে চান না। তাঁদের দাবি, পূর্ববর্তী নিয়োগে তাঁরা যোগ্য প্রমাণিত হয়েছেন। আদালতের রায়ে চাকরি বাতিল হলেও, তা ছিল রাজনৈতিক ও প্রশাসনিক ব্যর্থতার ফল। তাই নিজেদের অসহায়তা প্রকাশের জন্য তাঁরা শরীরকেই প্রতিবাদের ভাষা করে তুলেছেন।

নিরাপত্তায় নজর, পুলিশ মোতায়েন

মিছিল শুরু হতেই এলাকায় জড়ো হয় বিপুল সংখ্যক পুলিশ। ট্র্যাফিক নিয়ন্ত্রণে আনা হয়, সতর্ক রাখা হয় গুরুত্বপূর্ণ মোড়গুলি। যদিও কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি, তবুও গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়ায় শহরজুড়ে। নবান্নের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে পুলিশ তাঁদের আটকে দেয় মাঝপথে।

Whatsapp-color Created with Sketch. সেরা খবরগুলো মোবাইলে পেতে এখনই যুক্ত হোন👉🏻
Join Now

আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি

মঞ্চের তরফে জানানো হয়েছে, তাঁদের দাবির প্রতি সরকার সাড়া না দিলে আগামী দিনে আরও বড় এবং কঠোর আন্দোলনের পথে হাঁটবেন তাঁরা। এই প্রতিবাদ শুধুই চাকরি ফেরানোর জন্য নয়, বরং একজন শিক্ষক হিসেবে তাঁদের সম্মান পুনরুদ্ধারের লড়াই বলেও দাবি তাঁদের।

রাজ্যের শিক্ষা ও প্রশাসনিক ব্যবস্থার ওপর আস্থা হারানো একদল প্রাক্তন শিক্ষক-শিক্ষিকার এই প্রতিবাদ শুধুই মিছিল নয়, বরং সমাজের বিবেককে নাড়া দেওয়ার এক সাহসী উচ্চারণ। এ যেন এক প্রশ্ন—যোগ্যরা কি আজও অবিচারের শিকার হবেন?

About Author
Debapriya Nandi Sarkar
Debapriya Nandi Sarkar

আমি দেবপ্রিয়া নন্দী সরকার। ২০১৮ তে পলিটিক্যাল সাইন্স অনার্স নিয়ে বঙ্গবাসী কলেজ থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি। তারপর ২০১৯ থেকে আমি কনটেন্ট রাইটার হিসেবে কাজ শুরু করি। পলিটিক্যাল, বিনোদন, লাইফ স্টাইল, আন্তর্জাতিক খবর ইত্যাদি বিভিন্ন বিষয়ে আমার লেখার অভিজ্ঞতা রয়েছে।