রাজ্যজুড়ে নিয়োগ দুর্নীতি এবং চাকরি বাতিলের প্রতিবাদে ফের উত্তাল শহর কলকাতা। শুক্রবার সকালে ‘যোগ্য শিক্ষক-শিক্ষিকা অধিকার মঞ্চ’-এর সদস্যরা শিয়ালদহ থেকে শুরু করলেন এক অভিনব এবং নজরকাড়া মিছিল—অর্ধনগ্ন অবস্থায়। লক্ষ্য একটাই—নবান্ন।
‘পরীক্ষা নয়, ন্যায় চাই’- দাবি চাকরিহারাদের
মিছিলে অংশগ্রহণকারীরা জানিয়েছেন, তাঁরা নতুন করে কোনও পরীক্ষায় বসতে চান না। তাঁদের দাবি, পূর্ববর্তী নিয়োগে তাঁরা যোগ্য প্রমাণিত হয়েছেন। আদালতের রায়ে চাকরি বাতিল হলেও, তা ছিল রাজনৈতিক ও প্রশাসনিক ব্যর্থতার ফল। তাই নিজেদের অসহায়তা প্রকাশের জন্য তাঁরা শরীরকেই প্রতিবাদের ভাষা করে তুলেছেন।
নিরাপত্তায় নজর, পুলিশ মোতায়েন
মিছিল শুরু হতেই এলাকায় জড়ো হয় বিপুল সংখ্যক পুলিশ। ট্র্যাফিক নিয়ন্ত্রণে আনা হয়, সতর্ক রাখা হয় গুরুত্বপূর্ণ মোড়গুলি। যদিও কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি, তবুও গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়ায় শহরজুড়ে। নবান্নের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে পুলিশ তাঁদের আটকে দেয় মাঝপথে।
আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি
মঞ্চের তরফে জানানো হয়েছে, তাঁদের দাবির প্রতি সরকার সাড়া না দিলে আগামী দিনে আরও বড় এবং কঠোর আন্দোলনের পথে হাঁটবেন তাঁরা। এই প্রতিবাদ শুধুই চাকরি ফেরানোর জন্য নয়, বরং একজন শিক্ষক হিসেবে তাঁদের সম্মান পুনরুদ্ধারের লড়াই বলেও দাবি তাঁদের।
রাজ্যের শিক্ষা ও প্রশাসনিক ব্যবস্থার ওপর আস্থা হারানো একদল প্রাক্তন শিক্ষক-শিক্ষিকার এই প্রতিবাদ শুধুই মিছিল নয়, বরং সমাজের বিবেককে নাড়া দেওয়ার এক সাহসী উচ্চারণ। এ যেন এক প্রশ্ন—যোগ্যরা কি আজও অবিচারের শিকার হবেন?