শহরের বুকে আরও এক চাঞ্চল্যকর অপরাধ। ২৮ মে, কলকাতার এক ব্যবসায়ীকে অপহরণ করা হয় বলে অভিযোগ। নেতাজি ভবন মেট্রো স্টেশনের সামনে ডেকে এনে অপহরণ করে একদল দুষ্কৃতী। অপহরণের পর সরাসরি ব্যবসায়ীর স্ত্রীর কাছে ফোন করে ৫ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে তারা।
যাদবপুরের ফ্ল্যাটে আটক রেখে চলছিল চাপ
পুলিশ সূত্রে খবর, অপহরণকারীরা ব্যবসায়ীকে নিয়ে যায় যাদবপুরের একটি আবাসনের ফ্ল্যাটে। সেখানেই তাঁকে আটকে রাখা হয়। অপহরণের খবর পেয়ে ব্যবসায়ীর স্ত্রী ছুটে যান ভবানীপুর থানায়। থানায় অভিযোগ দায়েরের পাশাপাশি, তিনি অভিযুক্তদের অনলাইনে ১০ হাজার টাকাও পাঠান, যাতে স্বামীর অবস্থান সম্পর্কে কিছু জানতে পারেন।
প্রযুক্তি ব্যবহারে সাফল্য পুলিশের, গ্রেফতার ৫
সেই টাকা লেনদেনের সূত্র ধরেই পুলিশ তদন্তের দিশা খুঁজে পায়। দ্রুত প্রযুক্তি ও গোয়েন্দাগিরি কাজে লাগিয়ে যাদবপুরের সেই ফ্ল্যাটের খোঁজ মেলে। অভিযান চালিয়ে অপহৃত ব্যবসায়ীকে উদ্ধার করে ভবানীপুর থানার পুলিশ। ঘটনার সঙ্গে জড়িত ৫ জনকে ঘটনাস্থল থেকেই গ্রেফতার করা হয়।
বড় চক্রের যোগসূত্র? তদন্তে পুলিশ
এই অপহরণ কাণ্ডের পিছনে কোনও বৃহৎ চক্র রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ধৃতদের জেরা করে তাদের উদ্দেশ্য, পরিকল্পনা ও অতীত কার্যকলাপ সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা চলছে। এছাড়া যাঁর নামে ফ্ল্যাট ভাড়া নেওয়া হয়েছিল, তাঁর ভূমিকাও খতিয়ে দেখছে পুলিশ।