সোমবার সকালেই কলকাতার স্বাস্থ্যভবনে তীব্র চাঞ্চল্য। একটি অজানা ই-মেলে জানানো হয়, ভবনের ভিতরে রাখা হয়েছে ৪টি আইইডি—মানে বিস্ফোরক ডিভাইস। এই খবর পাওয়া মাত্রই নড়েচড়ে বসে পুলিশ-প্রশাসন।
তৎপরতা শুরু পুলিশের
ই-মেলটি পৌঁছনোর পরপরই তৎপরতা শুরু করে লালবাজারের স্পেশাল টিম। স্বাস্থ্যভবনে উপস্থিত হয় কলকাতা পুলিশের বম্ব স্কোয়াড, ডগ স্কোয়াড ও ফরেনসিক টিম। ভবনের কর্মীদের মধ্যে দেখা যায় আতঙ্ক।
চিরুনি তল্লাশি চলছে
বিস্ফোরকের আশঙ্কায় গোটা ভবন জুড়ে শুরু হয় চিরুনি তল্লাশি। প্রতিটি তলা, ঘর, এমনকি ফাইল ঘরও খতিয়ে দেখা হচ্ছে। আপাতত কেউ কিছু খুঁজে পাননি, তবে কোনও রকম ঝুঁকি নিতে চাইছে না পুলিশ।
ই-মেল কোথা থেকে এল?
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ই-মেলটি এসেছে একটি অজানা আইডি থেকে। সেই আইডি-র লোকেশন ট্রেস করতে ইতিমধ্যেই কাজ শুরু করেছে সাইবার ক্রাইম শাখা। তদন্তকারীদের অনুমান, এটা গুজব ছড়ানোর উদ্দেশ্যেও হতে পারে। তবে কোনও সম্ভাবনাই উড়িয়ে দেওয়া হচ্ছে না।
স্বাস্থ্যভবনে বাড়ানো হয়েছে নিরাপত্তা
ঘটনার পর থেকেই বাড়ানো হয়েছে স্বাস্থ্যভবনের নিরাপত্তা। প্রত্যেকের পরিচয়পত্র খতিয়ে দেখা হচ্ছে, কাউকে সন্দেহজনক মনে হলে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরাও থাকছেন সতর্ক।
এই ঘটনার পিছনে কে বা কারা রয়েছে, তা এখনও স্পষ্ট নয়। তবে এমন একটি গুরুত্বপূর্ণ ভবনকে ঘিরে এমন হুমকি নিঃসন্দেহে আতঙ্কের। তদন্তে নামছে একাধিক সংস্থা, খুব শীঘ্রই সব তথ্য সামনে আসার আশা।