TRENDS
হঠাৎ বৃষ্টিতে ভিজে গেল ল্যাপটপ? কী করবেন এখনই জেনে নিন
সাধ্যের মধ্যে সাশ্রয়ী বাইক খুজছেন! রইল ১ লাখের কমে সেরা কিছু সন্ধান

মেট্রো ট্র্যাকে কে ওটা? ভর দুপুরে রবীন্দ্র সদনে থমকে গেল মেট্রো চলাচল! যা ঘটলো ভাবতে পারবেন না

কলকাতার ব্লু লাইন মেট্রো পরিষেবায় বড়সড় বিঘ্ন। রবীন্দ্র সদন স্টেশনে এক যাত্রী ট্র্যাকে পড়ে যাওয়ায় বন্ধ হয় ট্রেন চলাচল। কী ঘটেছিল ঠিক? জানুন বিস্তারিত।

Debapriya Nandi Sarkar

বৃহস্পতিবার দুপুর গড়িয়ে সাড়ে তিনটা। রোজকার মতোই ব্যস্ত সময় কলকাতার মেট্রো রুটে। ঠিক সেই সময়েই ঘটে যায় এক অপ্রত্যাশিত ঘটনা—রবীন্দ্র সদন মেট্রো স্টেশনের প্ল্যাটফর্মে আচমকা ট্র্যাকে পড়ে যান এক যাত্রী। মুহূর্তে থমকে যায় মেট্রোর চাকা। আতঙ্ক ছড়ায় স্টেশন জুড়ে।

Advertisements
Whatsapp-color Created with Sketch. গুরুত্বপূর্ণ খবর পেতে এখনই যুক্ত হোন 👉🏻
Join Now

আত্মহত্যার চেষ্টা নাকি দুর্ঘটনা? কী বলছে মেট্রো কর্তৃপক্ষ

প্রথমে খবর ছড়ায়, ওই ব্যক্তি আত্মহত্যার চেষ্টা করেছিলেন। কিন্তু কলকাতা মেট্রো কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, এটি আত্মহত্যার চেষ্টা নয়। প্রাথমিক তদন্তে জানা গেছে, দুর্ঘটনাবশত ট্র্যাকে পড়ে যান ওই যাত্রী। তাঁকে উদ্ধারের জন্য সঙ্গে সঙ্গেই শুরু হয় তৎপরতা।

কোন কোন রুটে পরিষেবা বন্ধ?

ঘটনার পরই পুরো ব্লু লাইনে (কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর) পরিষেবা বন্ধ হয়ে যায়। তবে কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। আপাতত আংশিকভাবে পরিষেবা চালু রয়েছে—দক্ষিণেশ্বর থেকে সেন্ট্রাল এবং কবি সুভাষ থেকে টালিগঞ্জ পর্যন্ত মেট্রো চলছে।

Whatsapp-color Created with Sketch. সেরা খবরগুলো মোবাইলে পেতে এখনই যুক্ত হোন👉🏻
Join Now

দ্রুত পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা

কলকাতা মেট্রো সূত্রে জানা গিয়েছে, যত দ্রুত সম্ভব পুরো পরিষেবা স্বাভাবিক করার জন্য কাজ করছে রেল কর্তৃপক্ষ। যাত্রীদের যাতে বেশি অসুবিধা না হয়, তার জন্য সমস্ত রকম ব্যবস্থা নেওয়া হয়েছে।

যাত্রীদের উদ্বেগ, কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ

এই ঘটনার জেরে রীতিমতো উদ্বিগ্ন যাত্রীরা। অনেকেই বলছেন, প্ল্যাটফর্মে নিরাপত্তা আরও জোরদার করা দরকার। বারবার এমন ঘটনার পুনরাবৃত্তি হলে বড় বিপদ ডেকে আনতে পারে। মেট্রো রেল কর্তৃপক্ষকে আরও সতর্কতার সঙ্গে ভবিষ্যতের দিকে নজর দিতে হবে বলেই মত অনেকের।

About Author
Debapriya Nandi Sarkar
Debapriya Nandi Sarkar

আমি দেবপ্রিয়া নন্দী সরকার। ২০১৮ তে পলিটিক্যাল সাইন্স অনার্স নিয়ে বঙ্গবাসী কলেজ থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি। তারপর ২০১৯ থেকে আমি কনটেন্ট রাইটার হিসেবে কাজ শুরু করি। পলিটিক্যাল, বিনোদন, লাইফ স্টাইল, আন্তর্জাতিক খবর ইত্যাদি বিভিন্ন বিষয়ে আমার লেখার অভিজ্ঞতা রয়েছে।