শিক্ষা দপ্তরের চাকরি বাতিল হওয়া কর্মীদের জন্য আশার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার নবান্ন থেকে সাংবাদিক বৈঠকে দাঁড়িয়ে তিনি জানান, শুধুমাত্র শিক্ষা দপ্তরেই নয়, চাকরি হারানোদের জন্য রাজ্যের আরও তিন-চারটি দপ্তরে নিয়োগের ব্যবস্থা করা হচ্ছে।
৩০ মে-র মধ্যে নিয়োগ বিজ্ঞপ্তি
মুখ্যমন্ত্রী বলেন, ‘‘আগামী সপ্তাহেই অর্থাৎ ৩০ মে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞাপন প্রকাশ করা হবে।’’ তাঁর স্পষ্ট বার্তা, যাঁদের চাকরি চলে গিয়েছে, তাঁদের অভিজ্ঞতার ভিত্তিতে ফের সুযোগ দেওয়া হবে অন্য দপ্তরে।
বয়স সীমা পেরিয়েছেন? থাকছে বিশেষ ছাড়
অনেক চাকরিপ্রার্থী এখন বয়সের সীমা অতিক্রম করে গিয়েছেন। সেই প্রসঙ্গ তুলে মমতা জানান, ‘‘যাঁদের বয়স সরকারি চাকরির নিয়ম অনুযায়ী পেরিয়ে গিয়েছে, তাঁদের ক্ষেত্রেও বিশেষ সুযোগ রাখা হচ্ছে। অভিজ্ঞতাকে গুরুত্ব দিয়ে বয়সে ছাড় মিলবে।’’
এই ঘোষণার মাধ্যমে শিক্ষা দপ্তরের নিয়োগ বাতিল হওয়া হাজার হাজার চাকরিপ্রার্থী কিছুটা হলেও স্বস্তি পেলেন। তাঁদের ভবিষ্যৎ নিয়ে যেভাবে অনিশ্চয়তা তৈরি হয়েছিল, মুখ্যমন্ত্রীর ঘোষণায় এখন সেই অন্ধকারে আলোর দিশা মিলেছে।
প্রশাসনিক স্তরে চলছে তৎপরতা
জানা গিয়েছে, ইতিমধ্যেই প্রশাসনিক স্তরে এই নতুন নিয়োগের প্রস্তুতি শুরু হয়েছে। কোন দপ্তরে কত শূন্যপদ রয়েছে, তা খতিয়ে দেখছেন সংশ্লিষ্ট আধিকারিকেরা। সবকিছু ঠিকঠাক থাকলে জুন মাস থেকেই নিয়োগ প্রক্রিয়া শুরু হতে পারে বলেই সূত্রের খবর।