রাজ্যের রাজনৈতিক আবহ ফের উত্তপ্ত হতে চলেছে। কারণ, দীর্ঘ প্রতীক্ষার পর আবারও পশ্চিমবঙ্গে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ‘অপারেশন সিঁদুর’-এর ঘটনার পরে এটাই তাঁর প্রথম সফর। ফলে এই সফরকে ঘিরে তৈরি হয়েছে নানা রাজনৈতিক জল্পনা-কল্পনা।
বিজেপির পক্ষ থেকে ইতিমধ্যেই জানানো হয়েছে, বৃহস্পতিবার বিকেলে আলিপুরদুয়ারে একটি জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। ওই সভায় উত্তরের একাধিক জেলার দলীয় কর্মী-সমর্থকদের উপস্থিত থাকার কথা।
‘অপারেশন সিঁদুর’ পরবর্তী মোদীর বার্তা কী হবে?
‘অপারেশন সিঁদুর’ কাণ্ডের জেরে রাজ্য রাজনীতিতে বেশ আলোড়ন সৃষ্টি হয়েছিল। সেই ঘটনার পর প্রধানমন্ত্রী এই প্রথম রাজ্যে পা রাখতে চলেছেন। ফলে স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলের নজর থাকবে মোদীর বক্তব্যের দিকেই।
বিজেপির একাংশ মনে করছে, মোদী এই মঞ্চ থেকেই রাজ্যের শাসকদলের বিরুদ্ধে কড়া বার্তা দিতে পারেন। পাশাপাশি রাজ্য সরকারের নানা নীতির তীব্র সমালোচনাও উঠে আসতে পারে তাঁর বক্তৃতায়।
লোকসভা ভোটের আগে বড় সিগন্যাল?
এই সফরকে শুধু একটি দলীয় জনসভা বলে ব্যাখ্যা করছেন না পর্যবেক্ষকরা। তাঁদের মতে, ২০২৪ সালের লোকসভা ভোটের আগে উত্তরবঙ্গে বিজেপির জমি আরও শক্ত করার লক্ষ্যে এই সফর অত্যন্ত কৌশলী।
উত্তরবঙ্গে গতবারের ভোটে বিজেপি ভালো ফল করেছিল। এবারও সেই জায়গাগুলি ধরে রাখতে বা পুনরুদ্ধার করতে মোদীর সফরকে গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকেরা।
আলিপুরদুয়ারে আঁটোসাঁটো নিরাপত্তা
প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে প্রশাসনের পক্ষ থেকেও নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। সভাস্থল ও আশপাশের এলাকায় চলছে নজরদারি। স্থানীয় বিজেপি নেতৃত্ব জানিয়েছেন, হাজার হাজার কর্মী-সমর্থক সেই সভায় যোগ দিতে প্রস্তুতি নিচ্ছেন।
একদিকে মোদীর সফর, অন্যদিকে রাজ্য-রাজনীতির উত্তেজনা—এই দুই মিলে আগামী কয়েকদিন পশ্চিমবঙ্গের রাজনৈতিক আবহ বেশ গরম থাকবে বলেই ধরে নেওয়া যাচ্ছে।