শুক্রবার আর্জেন্টিনায় এক ভয়াবহ ভূমিকম্পে কেঁপে ওঠে পুরো দক্ষিণ আমেরিকার উপকূল। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.৪, তবে কিছু রিপোর্টে বলা হচ্ছে ৭.৫। এই ভূমিকম্পের ফলে আর্জেন্টিনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ভূমিকম্পের পরই দক্ষিণ চিলিতে সুনামির আশঙ্কা দেখা দেয়। চিলির বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষ সতর্কতা জারি করে জানিয়েছে, সুনামির সম্ভাবনা থাকায় ম্যাগালানেস অঞ্চলের উপকূলীয় এলাকাগুলো খালি করে দেওয়া হচ্ছে।
আরোও পড়ুনঃ চমকে দিল মার্কিন চাকরির বাজার, এপ্রিলেও শক্ত অবস্থানে রইল অর্থনীতি
এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি, তবে বিশেষজ্ঞরা মনে করছেন, সুনামির ঝুঁকি কম হতে পারে না। পুরো অঞ্চলের বাসিন্দাদের নিরাপত্তার কথা মাথায় রেখে উদ্ধার কাজ চলছে।