চলমান অনিশ্চয়তার আবহেও শক্তপোক্ত রয়ে গেল মার্কিন যুক্তরাষ্ট্রের চাকরির বাজার। এপ্রিল মাসে দেশটিতে নতুন করে ১.৭৭ লাখ চাকরি তৈরি হয়েছে বলে জানিয়েছে মার্কিন শ্রম পরিসংখ্যান দফতর। যদিও মার্চ মাসের চাকরি সৃষ্টির সংখ্যা কিছুটা কমিয়ে ১.৮৫ লাখে সংশোধন করা হয়েছে।
এপ্রিলের এই সংখ্যাটি অর্থনীতিবিদদের পূর্বাভাসকেও ছাপিয়ে গেছে। বিশেষজ্ঞরা আশা করেছিলেন এপ্রিল মাসে প্রায় ১.৩৫ লাখ চাকরি তৈরি হবে। চাকরি বাড়লেও বেকারত্বের হারে কোনও পরিবর্তন হয়নি। এপ্রিলেও বেকারত্বের হার ৪.২ শতাংশে অপরিবর্তিত থেকেছে।
আরোও পড়ুনঃ পাক চ্যানেলে মিথ্যা প্রচার? ভারতের কড়া পদক্ষেপে বন্ধ পাক প্রধানমন্ত্রীর ইউটিউব চ্যানেল
এই ধারাবাহিক চাকরি বৃদ্ধির ফলে আরও একবার প্রমাণ মিলল যে, মার্কিন শ্রম বাজার এখনও বেশ দৃঢ় এবং অর্থনীতির বৃদ্ধিতে সহায়ক। তবে এই ইতিবাচক ধারা কতদিন চলবে, তা নিয়েই প্রশ্ন উঠছে। কারণ সাম্প্রতিক নানা অর্থনৈতিক তথ্য বলছে, ট্রাম্প প্রশাসনের নীতিগত পরিবর্তনের কারণে অনিশ্চয়তা এবং ছাঁটাই বাড়ছে বিভিন্ন ক্ষেত্রে।