আজ বিকাশ ভবনের সামনে চাকরিহারা শিক্ষকদের বিক্ষোভ, উত্তেজনা, পুলিশি ঘেরাটোপ, সব মিলিয়ে রীতিমতো তপ্ত হয়ে উঠেছিল বিধাননগরের পরিবেশ। এসএসসি দুর্নীতিতে যে ২৬ হাজার শিক্ষকের চাকরি বাতিল হয়েছে তা নিয়ে মাসখানেক ধরে উত্তপ্ত রাজ্যের পরিস্থিতি। চলছে একের পর এক বিক্ষোভ অভিযান। বিক্ষোভরত চাকরিপ্রার্থীদের একটাই দাবি, সেটা হলো, অবিলম্বে যোগ্য-অযোগ্য দের তালিকা প্রকাশ করা হোক। কিন্তু রাজ্য সরকার তাতে কর্ণপাত করছে না। তাই গতকাল এবং আজ বিকাশ ভবনের সামনে জড়ো হয়েছে বিক্ষোভরত চাকরিহারা শিক্ষকেরা। আজকে বিক্ষোভ চলাকালীন উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। এই পরিস্থিতি নিয়েই মন্তব্য করে বসেন কুনাল ঘোষ। কি বললেন কুনাল ঘোষ? জানুন –
“মমতা বন্দ্যোপাধ্যায় অভিভাবকের মতো চেষ্টা করছেন”—কুণাল
চাকরিপ্রার্থীদের বেদনার কথা স্বীকার করেও কুণাল ঘোষ জানান, “মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিভাবকের মতো করে বিষয়টি দেখছেন। ইতিমধ্যেই রাজ্য সরকার সুপ্রিম কোর্টে একটি আবেদন করেছে। বিষয়টি আইনি পথে সমাধানের চেষ্টা চলছে।”
“কিন্তু এই প্রতিবাদের আড়ালে রাজনৈতিক কৌশল!”
তবে এখানেই থামেননি কুণাল। তিনি অভিযোগ করেন, “ওইদিন বিকাশ ভবনের সামনে যাঁরা অবস্থান নিয়েছিলেন, তাঁরা শুধু প্রতিবাদ করেই থামেননি, সাধারণ মানুষ ও কর্মীদের বের হতে বাধা দিয়েছেন। এটা শুধু আক্রোশ নয়, এর পেছনে রয়েছে রাজনৈতিক উদ্দেশ্য।” তাঁর দাবি, “বাম, অতিবাম এবং বিজেপি—সবাই মিলে এক অদ্ভুত নাটক তৈরি করেছে। রাজ্যের প্রশাসনিক পরিকাঠামোকে অচল করে দেওয়ার চেষ্টা চলছে।”
চাকরিপ্রার্থীদের প্রতি সহানুভূতি, তবে ষড়যন্ত্রের আভাস
চাকরি না পাওয়ায় তরুণ প্রজন্ম যে হতাশ, তা মানছেন তৃণমূল নেতা। তবে সেই হতাশাকে হাতিয়ার করে কেউ যেন নিজেদের রাজনৈতিক ফায়দা তুলতে না পারে, সেই বার্তাই স্পষ্ট কুণাল ঘোষের কথায়। এদিন তিনি বলেন, “আমরা আন্দোলন বুঝি, কিন্তু সেটা যেন গণতান্ত্রিক সীমারেখা না লঙ্ঘন করে। বিকাশ ভবন অবরোধ করে জনজীবন ব্যাহত করা কোনও সমাধান নয়।”
উল্লেখ্য, চাকরিপ্রার্থীদের ধৈর্য আর রাজনীতির চাল—এই দুয়ের মধ্যে এখন জটিল টানাপোড়েন চলছে। এর শেষ কোথায় গিয়ে ঠেকবে, তা সময়ই বলবে। তবে কুণাল ঘোষের মন্তব্য যে নতুন বিতর্কের জন্ম দেবে, তা বলাই যায়।
#WATCH | Kolkata, West Bengal: Regarding yesterday’s incident outside Bikash Bhavan, TMC leader Kunal Ghosh says, “… The state government has filed a petition in the Supreme Court. Mamata Banerjee is trying to find relief as a guardian… During this time, they (protesting… pic.twitter.com/HNE60jyW3X
— ANI (@ANI) May 16, 2025