২০১৬ সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হলেও চাকরি না পাওয়ার দাবি নিয়ে দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন বহু শিক্ষক-শিক্ষিকা। শুক্রবার বিকাশ ভবনের সামনে তাঁদের অবস্থান নেওয়ার সময় পুলিশ লাঠিচার্জ করে। এতে বেশ কয়েকজন শিক্ষক আহত হন, রক্ত ঝরার অভিযোগও ওঠে।
শনিবার এই ঘটনায় নিজের মতামত ব্যক্ত করেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি বলেন, “বিকাশ ভবনের আন্দোলন নিয়ে আমি বলব, এটা আসলে ‘নাটক’। এর পিছনে বাস্তব উদ্দেশ্য নেই।”
চাকরি ফেরানোর জন্য আন্দোলন নাকি টিভিতে মুখ দেখানো আসল লক্ষ্য?
ফিরহাদের বক্তব্য, “ইনডোরে মুখ্যমন্ত্রীর সঙ্গে মিটিং হয়েছিল। তিনি স্পষ্ট বলেছিলেন, আপনাদের জন্য যা করা প্রয়োজন, আমি করব। সেই বিশ্বাসটা রাখলেই আজকের এত বিশৃঙ্খলা হতো না। অধিকাংশ মানুষ ইতিমধ্যেই চলে গেছেন। এখন যারা বাকি, তারা মূলত টিভিতে মুখ দেখানোর জন্য বসে আছেন।” তিনি আরও বলেন, “সেই সময়কার যারা প্রকৃত যোগ্য ছিলেন, তারা অনেকেই আন্দোলন ছেড়ে চলে গেছেন। যাদের উদ্দেশ্য বিশৃংখল পরিস্থিতি তৈরি করার, তারাই আবার প্ররোচনা দিয়ে আজকের পরিস্থিতি তৈরি করছে।”
আন্দোলনের নামে নাটক?
মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, যখন সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন যাবে, তখন যদি কেউ বলে শিক্ষকরা আন্দোলন করছে, তখন তাদের বিপদ আরও বাড়বে। এইভাবে মানুষের উপর অত্যাচার করে আন্দোলন হয় না।”তিনি আরও বলেন, “সুপ্রিম কোর্ট যা বলবে সেটাই চূড়ান্ত। বিকাশ ভবনে বসে আন্দোলন করে তা বদলানো যাবে না। আন্দোলনের নামে নাটক হচ্ছে।”
প্ররোচনার অভিযোগ ও সহানুভূতির মিশ্র বার্তা
ফিরহাদ আরও বলেন, “দুর্নীতির অভিযোগ থাকলে সেটার বিচার সুপ্রিম কোর্টের। আমরা সহানুভূতির সঙ্গে দেখছি, কিন্তু যারা প্ররোচনা দিয়ে আন্দোলন করছে, তারাই এই নাটকের মূল কারণ।”
উল্লেখ্য, এই মন্তব্যের পর রাজ্যের শিক্ষা ও রাজনীতি মহলে নতুন বিতর্কের আগুন জ্বলে উঠেছে। আন্দোলনকারীদের ভবিষ্যত কী হবে সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন।