রবিবার মানেই ছুটির দিন। কিন্তু এই ছুটিতে স্বস্তি নেই, কারণ দুর্যোগের বার্তা দিচ্ছে আবহাওয়া দফতর। যদিও গত কয়েক দিনের ভ্যাপসা গরমে নাজেহাল হয়ে গেছিল রাজ্য বাসি। তবে এই ছুটির দিনে কালবৈশাখীর খবর রাজ্যবাসীর কাছে একদিকে যেমন ঝটকা অন্যদিকে আশীর্বাদ।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে নদীয়া, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, বীরভূম ও উত্তর ২৪ পরগণায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এছাড়া, পূর্ব বর্ধমান জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। এছাড়া কলকাতা সহ অন্যান্য জেলাগুলিতেও দু-এক পশলা বৃষ্টি হতে পারে বলে খবর। বাতাসের গতিবেগ থাকবে ঘন্টায় ৩০ থেকে ৪০ কিমি।
উত্তরবঙ্গেও দুর্যোগের ছোঁয়া
দক্ষিণের মতোই উত্তরে আকাশ কালো করে আসছে। মালদা, উত্তর দিনাজপুরে বজ্রপাত সহ মাঝারি বৃষ্টির পূর্বাভাস মিলেছে। দার্জিলিং, কালিম্পঙ, কোচবিহার, আলিপুরদুয়ার, দক্ষিণ দিনাজপুরেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে চলবে ঝোড়ো হাওয়া, যার গতিবেগ ৪০ কিমি প্রতি ঘণ্টার কাছাকাছি হতে পারে। ফলে পাহাড়-সমতল, দুই জায়গাতেই আজ আবহাওয়া থাকবে অস্থির।
সোমবারেও মিলবে না স্বস্তি
আগামীকাল অর্থাৎ সোমবারেও বৃষ্টির ছোঁয়া থেকে রেহাই নেই। পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আলিপুরদুয়ার, কোচবিহার জেলার মানুষকেও ছাতা সঙ্গে রাখতে হবে। উত্তরবঙ্গেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়ে গিয়েছে।
সতর্কবার্তা
এই সময় কালবৈশাখীর দাপটে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়া, গাছ পড়ে যাওয়া বা জল জমে যাতায়াতে সমস্যা হওয়া স্বাভাবিক। তাই বাড়ি থেকে বেরনোর আগে অবশ্যই আবহাওয়ার আপডেট দেখে নিন। বজ্রপাত থেকে বাঁচতে প্রয়োজন না হলে খোলা আকাশের নিচে যাওয়া এড়িয়ে চলুন। শহর থেকে গ্রাম, সকলকেই আজ সতর্ক থাকতে বলছে হাওয়া অফিস।