কলকাতা ও দক্ষিণবঙ্গের অন্যান্য জেলায় এখন গরমের সঙ্গে আর্দ্রতার কারণে ভ্যাপসা গরমের অবস্থা তৈরি হয়েছে। তবে এই গরমে একটা সুখবর রয়েছে—আগামী ২৩ মে পর্যন্ত দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ঝড়-বৃষ্টি হতে পারে। এতে গরম কিছুটা কমার সম্ভাবনা থাকছে।
আলিপুর আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, পঞ্জাব থেকে পূর্ব বাংলাদেশ পর্যন্ত একটি বিস্তৃত অক্ষরেখা তৈরি হয়েছে, যার প্রভাব পড়বে পশ্চিমবঙ্গের অধিকাংশ জেলায়। বৃষ্টির সঙ্গে কখনো কখনো কালবৈশাখীর ঝড় উঠার সম্ভাবনাও রয়েছে।
আজ দক্ষিণবঙ্গে কী আবহাওয়া?
আজ, সোমবারও দক্ষিণবঙ্গে আর্দ্রতার কারণে ভ্যাপসা গরম বজায় থাকবে। দুপুরের পরে কলকাতা, হাওড়া, হুগলি, ২৪ পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া সহ অন্যান্য জেলায় বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়া বইতে পারে। এ জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
উত্তরে ভারী বৃষ্টি ও ঝড়ের সতর্কতা
উত্তরবঙ্গেও বৃষ্টির তীব্রতা বাড়বে। জলপাইগুড়ি, কোচবিহার, মালদহ, দিনাজপুর, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝড় উঠার সম্ভাবনা রয়েছে। দার্জিলিং ও কালিম্পঙেও ভারী বৃষ্টি হতে পারে। এই পরিস্থিতি আগামী বুধবার পর্যন্ত থাকতে পারে বলে হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে।
সার্বিকভাবে দক্ষিণ ও উত্তরবঙ্গেই ঝড়-বৃষ্টি ও হাওয়ার জোর বাড়ছে, তাই জনসাধারণের সতর্ক থাকা জরুরি।