পহেলগাঁওয়ে হামলার ঘটনায় ফের কড়া বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জানালেন, দোষীদের ছাড়া হবে না—এই কাপুরুষোচিত হামলার বিরুদ্ধে নেওয়া হবে ‘সিদ্ধান্তমূলক পদক্ষেপ’। তাঁর স্পষ্ট মন্তব্য, “সন্ত্রাসবাদ আজ মানবতার সবচেয়ে বড় শত্রু।”
দেশের নিরাপত্তা নিয়ে কোনও রকম আপস করা হবে না, এই বার্তাই দিলেন মোদী। হামলার পর থেকেই গোটা বিষয়টি নিয়ে তৎপর হয়েছে কেন্দ্রীয় সরকার। তদন্তে নেমেছে নিরাপত্তা সংস্থাগুলি, চলছে দোষীদের খোঁজ। প্রধানমন্ত্রী জানান, যারা এই হামলার সঙ্গে জড়িত, তাদের কঠোর শাস্তি পেতেই হবে।
ঘটনার পর গোটা দেশ জুড়ে নিন্দার ঝড় উঠেছে। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে রাজনৈতিক মহল—সবাই একসুরে বলছেন, আর কোনও ছাড় নয়। পাহেলগামের মতো পর্যটনকেন্দ্রে এই ধরনের হামলা কেবল নিরাপত্তার প্রশ্নই তোলে না, বরং গোটা জাতির উপর আঘাত হানে।
আরোও পড়ুনঃ ‘আর নয় সহ্য’, সিন্ধু চুক্তি বাতিলের পর এবার বাণিজ্যিক সার্জিক্যাল স্ট্রাইক— চাপে পাকিস্তান
এই অবস্থায় সরকারের দিকে তাকিয়ে রয়েছে গোটা দেশ। এবার দেখার, ঠিক কতটা কড়া হয় সেই ‘সিদ্ধান্তমূলক পদক্ষেপ’।