গ্রীষ্মের তাপমাত্রা চরমে পৌঁছেছে। রাজ্যের বহু মানুষ বিদ্যুৎ বিভ্রাটের সমস্যায় জর্জরিত। এমন অবস্থায় এবার আশঙ্কা, বিদ্যুতের দাম ৩০% পর্যন্ত বেড়ে যেতে পারে। উত্তরপ্রদেশ পাওয়ার কর্পোরেশন লিমিটেড (UPPCL)-এর এই সম্ভাব্য সিদ্ধান্তে চিন্তায় পড়েছেন সাধারণ মানুষ।
কেন বাড়ছে দাম, কী বলছে সূত্র?
জানা যাচ্ছে, এই গরমে বিদ্যুতের চাহিদা অনেক বেড়ে গিয়েছে। ফলে চাপে পড়েছে বিদ্যুৎ সংস্থাগুলি। সেই চাহিদা মেটাতে এবং উৎপাদন খরচ সামলাতে বিদ্যুতের ইউনিট প্রতি দাম বাড়ানোর কথা ভাবছে সরকার। একাংশ বলছে, UPPCL যদি এই হার বাড়ায়, তাহলে বেসরকারি বিদ্যুৎ সংস্থারাও বাড়তি দাম নিতে শুরু করবে।
সাধারণ মানুষের কণ্ঠে ক্ষোভ
বিদ্যুৎ বিল এমনিতেই অনেকের ঘাড়ে বোঝার মতো চেপে বসে থাকে। গরমে ফ্যান, কুলার, ফ্রিজ চালানোর খরচে খাতা ফাঁকা হয়ে যায় বহু পরিবারের। তার মধ্যে যদি ৩০% দাম বাড়ে, তাহলে সাধারণ মানুষের পক্ষে তা সামলানো প্রায় অসম্ভব হয়ে পড়বে বলে দাবি অনেকের।
কৃষকদের উপরে সবচেয়ে বড় প্রভাব
এই মূল্যবৃদ্ধির সবচেয়ে বেশি ধাক্কা লাগবে কৃষকদের উপরে। কারণ, সেচের জন্য তাঁরা নলকূপের উপর নির্ভরশীল। ইতিমধ্যেই গ্রামাঞ্চলে বিদ্যুৎ সরবরাহ অনিয়মিত। তার মধ্যে যদি দামও বেড়ে যায়, তাহলে চাষাবাদের খরচ আরও অনেকটা বাড়বে, যা কৃষকের অর্থনৈতিক অবস্থাকে আরও দুর্বল করে দেবে।
সরকারের কাছে প্রশ্ন
সাধারণ মানুষের মতে, সরকারের প্রথম লক্ষ্য হওয়া উচিত বিদ্যুৎ বিভ্রাটের সমস্যা মেটানো। তার আগে বিদ্যুতের দাম বাড়ানো মানে মানুষকে আরও সমস্যায় ফেলা।
একজন নাগরিক ক্ষোভের সুরে বলেন, “আমরা আগে থেকেই অতিরিক্ত বিল দিচ্ছি। লোডশেডিংও সহ্য করছি। এখন যদি ৩০% দাম বাড়ে, তাহলে কিভাবে চলবে?”