কলকাতাবাসীর জন্য আজকের দিন শুরু হয়েছে গরম ও আর্দ্র আবহাওয়ার মধ্য দিয়ে। সকাল থেকেই রোদের তেজ চোখে পড়ার মতো, তবে দুপুরের দিকে আকাশ মেঘলা হতে শুরু করেছে। হাওয়া অফিসের পূর্বাভাস বলছে, বিকেলের দিকে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে শহর ও পার্শ্ববর্তী এলাকায়।
তাপমাত্রা ও অনুভূতির পার্থক্য
আজ কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে, তবে গরমের অনুভূতি আরও বেশি—প্রায় ৩৯ ডিগ্রি পর্যন্ত। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে প্রায় ২৭ ডিগ্রির আশেপাশে। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ অনেকটাই বেশি, যার ফলে অস্বস্তিকর অনুভূতি তৈরি হচ্ছে।
আর্দ্রতা ও বাতাসের পরিস্থিতি
আর্দ্রতা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৮৮ শতাংশে, যা গরমকে আরও বেশি কষ্টদায়ক করে তুলছে। দক্ষিণ-পূর্ব দিক থেকে বাতাস বইছে ঘণ্টায় প্রায় ৬ কিলোমিটার গতিতে।
বাড়ছে বজ্রঝড়ের সম্ভাবনা
আবহাওয়া দফতর জানিয়েছে, বিকেলের দিকে আকাশ মেঘলা হয়ে পড়বে এবং বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে। কিছু কিছু জায়গায় হালকা ঝোড়ো হাওয়াও বইতে পারে বলে জানানো হয়েছে।
সতর্কতা ও পরামর্শ
এই আবহাওয়ায় বাইরে বের হওয়ার সময় হালকা এবং ঢিলেঢালা পোশাক পরার পরামর্শ দেওয়া হয়েছে। রোদ এড়াতে ছাতা বা সানগ্লাস ব্যবহার করতে বলা হচ্ছে। পাশাপাশি বিকেলের দিকে বের হলে সঙ্গে রাখুন রেইনকোট বা ছাতা।
এই মুহূর্তে গরমে যেমন সতর্ক থাকতে হবে, তেমনই বজ্রঝড়ের আশঙ্কাও মাথায় রেখে চলতে হবে শহরবাসীকে।