ডোনাল্ড ট্রাম্প প্রশাসন হার্ভার্ড ইউনিভার্সিটির ‘Student and Exchange Visitor Program’ (SEVP) অনুমোদন বাতিল করেছে। এর ফলে বিশ্ববিদ্যালয় আর নতুন কোনও আন্তর্জাতিক শিক্ষার্থীকে ভরতি নিতে পারবে না।
প্রভাব পড়ছে হাজার হাজার ছাত্রের উপর
এই সিদ্ধান্তে প্রায় ৬,৮০০ বিদেশি পড়ুয়ার ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। এর মধ্যে ৭৮৮ জন ভারতীয় ছাত্রছাত্রী রয়েছেন যারা ইতিমধ্যেই হার্ভার্ডে পাঠরত। এখন তাঁদের পড়াশোনা চালিয়ে যাওয়া নিয়েই প্রশ্ন উঠছে।
কি বলছে আমেরিকার স্বরাষ্ট্রমন্ত্রক?
US Homeland Security সচিব ক্রিস্টি নোম জানিয়েছেন, “আন্তর্জাতিক শিক্ষার্থী ভরতি করার অধিকার নয়, এটা একটি বিশেষ সুযোগ। হার্ভার্ড সেই সুযোগের যোগ্যতা হারিয়েছে, কারণ তারা বারবার আইন ভেঙেছে।”
ভারতীয় পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ
ভারত থেকে উচ্চশিক্ষার জন্য যাঁরা আমেরিকায় যেতে চান, তাঁদের জন্য এটা একটি বড় ধাক্কা। বিশেষত, বিশ্বসেরা বিশ্ববিদ্যালয় হিসেবে পরিচিত হার্ভার্ডে এমন নিষেধাজ্ঞা ভারতীয় পরিবারগুলোকেও চিন্তায় ফেলেছে।
সব বিশ্ববিদ্যালয়ের জন্য সতর্কবার্তা
এই পদক্ষেপ শুধু হার্ভার্ডের জন্যই নয়, বরং গোটা আমেরিকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর জন্য এক প্রকার সতর্কবার্তা বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। বিদেশি ছাত্র ভরতির ক্ষেত্রে এখন আরও কড়াকড়ি দেখা যেতে পারে।