হোটেল ম্যানেজমেন্ট ও হসপিটালিটি শিক্ষায় এবার বড় পদক্ষেপ নিল ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট (IIHM)। প্রযুক্তিকে হাতিয়ার করে এবার তারা নিয়ে এল এক অভিনব AI টুল, যা একসঙ্গে ১০০টি ভাষায় উত্তর দিতে সক্ষম।
পড়ুয়াদের শেখার পদ্ধতিতে বদল
এই AI টুলের মাধ্যমে হসপিটালিটি সংক্রান্ত যে কোনও প্রশ্নের উত্তর এখন মিলবে সহজ ও প্রাঞ্জল ভাষায়। ইংরেজি, হিন্দি থেকে শুরু করে বাংলা, তামিল কিংবা ফরাসি—যে কোনও ভাষায় প্রশ্ন করলে, উত্তর মিলবে ঠিক মানুষের মতো ভঙ্গিতে। ফলে বিভিন্ন ভাষার ছাত্রছাত্রীদের শেখার অভিজ্ঞতা হবে আরও সাবলীল ও আনন্দদায়ক।
আন্তর্জাতিক মানের প্রযুক্তি ব্যবহারে জোর
IIHM-এর পক্ষ থেকে জানানো হয়েছে, এই AI টুল শুধুমাত্র ছাত্রছাত্রীদের প্রশ্নের উত্তরই দেবে না, বরং তাদের শেখার কৌশলকে আরও আধুনিক ও বাস্তবমুখী করে তুলবে। হোটেল ম্যানেজমেন্টের মতো প্র্যাকটিক্যাল শিক্ষায় এই ধরনের প্রযুক্তির ব্যবহার সত্যিই শিক্ষাক্ষেত্রে এক বড় পরিবর্তন বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
ভবিষ্যতের জন্য প্রস্তুত করছে এই উদ্যোগ
পড়ুয়াদের আন্তর্জাতিক মানে তৈরি করতে গেলে ভাষার বাধা কাটিয়ে শেখার পরিবেশ গড়ে তোলা অত্যন্ত জরুরি। সেই লক্ষ্যেই এই উদ্যোগ। এমনকি, ছাত্রছাত্রীরা যে দেশেরই হোক না কেন, এই টুলের মাধ্যমে তারা নিজের মাতৃভাষাতেই শেখার সুবিধা পাবে।
এই AI টুল যে ভবিষ্যতের শিক্ষার রূপরেখা বদলে দিতে চলেছে, সে ব্যাপারে কোনও সন্দেহ নেই। এখন শুধু সময়ের অপেক্ষা, কেমনভাবে শিক্ষার্থীরা এই নতুন প্রযুক্তিকে আপন করে নেয়।